Advertisement
Advertisement

Breaking News

Ranbir Alia Wedding Video

সবার সামনেই আলিয়াকে কোলে তুলে একছুটে ঘরে! বিয়ের দিন ভাইরাল রণবীরের কীর্তি

মুম্বইয়ের পালি হিলের বাড়িতে সাতপাকে বাঁধা পড়লেন রণবীর ও আলিয়া।

Ranbir Alia Wedding Video goes viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 14, 2022 9:05 pm
  • Updated:April 18, 2022 1:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ধে সাড়ে ৭ টা নাগাদ জনসমক্ষে এলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। সাংবাদিকদের ক্যামেরার সামনে এসে নানা পোজ দিলেন সবার প্রিয় ‘রণলিয়া’। কিন্তু হঠাৎ করেই বলিউডের চকোলেট হিরো রণবীর কাপুর যেন একটু বেশিই ফিল্মি হয়ে উঠলেন। সবার সামনেই আলিয়াকে কোলে তুলে সোজা ঢুকে গেলেন বাড়ির ভিতর। অনুরাগীরা বলছেন, একেই বলে ‘ক্যাসানোভা’ রণবীরের ম্যাজিক! 

রণবীর-আলিয়ার বিয়ের ছবি দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁর অনুরাগীরা। প্রথমে ইনস্টাগ্রামে আলিয়া বিয়ের ছবি শেয়ার করে নিজেদের স্বপ্নের কথা জানালেন। তারপর কথা মতো সন্ধে সাড়ে ৭ টা নাগাদ এলেন সাংবাদিকদের সামনে। সব্যসাচীর ডিজাইন করা পোশাকেই সেজে উঠেছিলেন রণবীর ও আলিয়া। 

Advertisement

[আরও পড়ুন: ওটিটিকে বিয়ের ছবি ও ভিডিও বিক্রি করলেন রণবীর-আলিয়া! জানেন কত দামে? ]

ক্যাটরিনা-ভিকির বিয়ের পর রণবীর-আলিয়ার বিয়ের অপেক্ষাতেই ছিলেন অনুরাগীরা। কবে হবে এই বিগ ফ্যাট ওয়েডিং? এই অপেক্ষায় দিন গুনছিলেন। বিগ ফ্যাট না হলেও পারিবারিক ঐতিহ্য এবং আচার মেনেই বিয়ে করেছেন দুই তারকা। বিয়ের তারিখ বুধবারের আগে পর্যন্ত জানা যায়নি। তবে উৎসবের আবহ বেশ কয়েকদিন আগে থেকেই টের পাওয়া গিয়েছে। সেজে উঠেছে আর কে হাউস, আর কে স্টুডিওজ, কৃষ্ণারাজ বাংলো এবং রণবীরের পালি হিলের বাড়ি ‘বাস্তু’। ‘বাস্ত’তেই প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের হার্টথ্রব।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

মেহেন্দি থেকে বিয়ে, সব অনুষ্ঠানেই দুই পরিবারের তারকা সদস্যদের দেখা গিয়েছে। সেজেগুজে এসেছেন করিনা কাপুর, করিশ্মা কাপুর, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর, পূজা ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, মহেশ ভাট। বাকি অতিথিদের তালিকায় আলিয়ার মেন্টর করণ জোহর এবং রণবীরের প্রিয় বন্ধু তথা ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে। পরিবার ও নিকটাত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে সারলেন বলিউডের ‘মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর’। মনের মানুষকে পেলেন আলিয়া। শোনা গিয়েছে, বিয়েতে নববধূ আলিয়াকে আটটি হীরে খচিত ব্যান্ড দিয়েছেন রণবীর। আট নম্বরকে লাকি মনে করেন তিনি। সেই কারণেই এই উপহার। নীতু কাপুরের বক্তব্য, সেরা বউমা তিনিই পেয়েছেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: করণের প্রশ্রয়ে রণবীরের প্রেমে পড়েছিলেন আলিয়া, বিয়ের অনুষ্ঠানে কেঁদে ভাসালেন পরিচালক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement