Advertisement
Advertisement

Breaking News

Ranbir-Alia

ভিড় ঠেলে গিয়েও রামলালার দর্শনে বাধা পেলেন রণবীর-আলিয়ারা! ভাইরাল ভিডিও

কী কারণে তারকাদের আটকানো হয়?

Ranbir, Alia and denied entry from wrong gate at Ram Mandir | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 23, 2024 3:22 pm
  • Updated:January 23, 2024 3:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রামমন্দির (Ram Mandir) চত্বরেই কাটালেন। বসে বসে রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান দেখলেন। তার পর ভিড় ঠেলে রামলালার দর্শন করতে গিয়েছিলেন রণবীর কাপুর, আলিয়া ভাটরা। কিন্তু শুরুতেই বাধা পেতে হয় তারকাদের। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমনই ভিডিও।

Ranbir-11
কিন্তু কেন? কী কারণে তারকাদের আটকানো হয়? আসলে ভুল দরজার সামনে চলে গিয়েছিলেন রণবীর-আলিয়া। সেই কারণেই তাঁদের বাধা দেওয়া হয়। তারকা দম্পতির সঙ্গে ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রোহিত শেট্টি, রাজকুমার হিরানিও ছিলেন। সকলকেই ওই দরজা দিয়ে ঢুকতে বারণ করা হয়। নিজেদের ভুল বুঝতে পারেন প্রত্যেকে। পরে সঠিক দরজার সামনে লাইন দিয়ে রামলালার দর্শন সারেন বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: প্রভাসের ‘আদিপুরুষ’ কলঙ্ক মেটাল রামমন্দির! ভাইরাল মন্দির চত্বরের ভিডিও]

সোমবার সকাল থেকেই অযোধ্যায় ছিল সাজোসাজো রব। নির্দিষ্ট সময়ের আগেই রামমন্দিরে পৌঁছে গিয়েছিলেন রণবীর-আলিয়া। সাদা ধুতি পরেছিলেন রণবীর। আলিয়ার পরনে ছিল নীল শাড়ি। যাতে ‘রামায়ণ’-এর গল্প নকশা করা ছিল। গোল্ডেন শাড়ি পরে গিয়েছিলেন ক্যাটরিনা। তার সঙ্গে ম্যাচিং করেই স্যুট পরেছিলেন ভিকি। মাধুরী দীক্ষিত অনুষ্ঠানে যোগ দেন স্বামী শ্রীরাম নেনের সঙ্গে। আয়ুষ্মান খুরানাও গিয়েছিলেন রামলালার দর্শন করতে। ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

নির্দিষ্ট সময়ে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরই মন্দিরের দরজা ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয়। বাকিদের মতোই ভিড় ঠেলে, লাইন দিয়ে রামলালার দর্শন করেন বলিউড তারকারা। এদিনই আবার মুম্বইয়ে ফেরেন প্রত্যেকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Entalks (@viralentalks)

 

[আরও পড়ুন: রামমন্দির থেকে ফিরেই ইন্দিরার অবতার, ‘এমার্জেন্সি’ নিয়ে বড় আপডেট কঙ্গনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement