Advertisement
Advertisement

রান্নাবান্নায় মজেছেন মদন মিত্র! নতুন ফুড শো’য়ে ‘ভজহরি’ অবতারে তৃণমূল বিধায়ক

কবে থেকে শুরু হবে এই শো?

Rana Sarkar will bring a Food Show on digital platform with Madan Mitra | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 20, 2021 3:54 pm
  • Updated:November 20, 2021 10:54 pm  

 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজই নতুন নতুন অবতারে ধরা দিচ্ছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। কখনও রবীন্দ্রসংগীত গাইছেন, তো কখনও গাইছেন কীর্তন। এমনকী, মদন মিত্রের জীবন নিয়ে টলিউডের দুই পরিচালক তৈরি করছেন সিনেমাও। এমনই এক রঙিন মানুষকে নিয়ে এবার ফুড শো শুরু করতে চলেছেন টলিউড প্রযোজক রানা সরকার। শোয়ের নাম ‘ভজহরি রান্না’।  সম্প্রতি প্রযোজক রানা সরকার তাঁর ফেসবুকেই ঘোষণা করেন এই ফুড শোয়ের কথা। মদন মিত্রর সঙ্গে ছবি পোস্ট করে রানা সরকার লিখলেন, ‘ভজহরি রান্না আসছে… সঙ্গে মদন মিত্র’। 

Advertisement

[আরও পড়ুন: নেত্রীর কথাই শিরোধার্য, মন দিয়ে রবীন্দ্রসংগীত গাইবেন মদন মিত্র, শুরু রেকর্ডিং ]

সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে প্রযোজক রানা সরকারকে ফোন করা হলে তিনি জানান, ‘আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মেই আসছে এই ফুড শো। এই শোয়ে অনেকেই অতিথি হিসেবে আসবেন। সম্প্রতি মদনদা ছিলেন।’ এই ফুড শো নিয়ে এর থেকে বেশি কিছু ফাঁস করতে চান না প্রযোজক রানা। তাঁর কথায়, ‘এখনই সব বলে দেওয়া যাবে না। সবই ক্রমশ প্রকাশ্য। এই সংক্রান্ত সব খবর সোশ্যাল মিডিয়াতেই শেয়ার করব।’

Madan Mitra
ছবি সৌজন্যে- ফেসবুক

সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই জানা গিয়েছে, ‘ভজহরি রান্না’ ফুড শোয়ে থাকবেন ‘মোহর’ ধারাবাহিকের ‘শঙ্খ’ অভিনেতা প্রতীক সেন। থাকবেন গায়ক ও অভিনেতা শিলাজিৎও। বিধায়ক মদন মিত্রও তাঁর ফেসবুকে শেয়ার করেছেন শিলাজিতের সঙ্গে একটি ছবি।

সম্প্রতি নতুন ছবি ‘বনবিবি’র শুটিং চলছে সুন্দরবনে। সেই ছবির শুটিং ফ্লোর থেকেই এই ফুড শোয়ের ঘোষণা করলেন রানা সরকার। জানা গিয়েছে, স্টুডিওর চার দেওয়াল থেকে বেরিয়ে প্রকৃতির মাঝেই নানারকম রান্না শেখাবে এই শো। প্রত্যেক এপিসোডেই থাকবে নতুন নতুন চমক। কবে থেকে দেখা যাবে এই শো? প্রযোজকের কথায়, ‘তার জন্য় আরও কিছুদিন অপেক্ষা করতে হবে!’

Madan Mitra
ছবি সৌজন্যে- ফেসবুক

[আরও পড়ুন: তোমায় ভালবেসে…! ভিকির সঙ্গে বিয়ের পরই নাম বদলে ফেলছেন ক্যাটরিনা ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement