ছবি : ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রাম কে নাম’ অযোধ্যায় একদিন আগেই পৌঁছে গিয়েছেন অনুপম খের (Anupam Kher)। রবিবার দুপুরেই অযোধ্যা বিমানবন্দরে জয় ‘শ্রীরাম ধ্বনি’ তুলে অভিবাদন জানিয়েছেন প্রবীণ বলিউড অভিনেতা। আর সোমবার, রামলালার প্রাণপ্রতিষ্ঠার (Ramlala Pran Pratishtha) আগে সাতসকালে হনুমান গড়িতে গিয়ে পুজো দিয়ে এসেছেন অনুপম। সেখান থেকেই ভিডিও শেয়ার করে সমস্ত ‘রামভক্ত’দের শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তাই নয়, রামজন্মভূমিতে দাঁড়িয়ে কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের যন্ত্রণার কথা অনুপম খেরের মুখে।
পরনে ঐতিহ্যবাহী কাশ্মীরি পোশাক ‘ফিরান’। গলায় ঘিয়ে রঙের কাশ্মীরি শাল। যেখানে কাঁথা স্টিচের কাজে ফুটে উঠেছে গোটা অযোধ্যা নগরী। মাথায় গেরুয়া পাগড়ি। কপালেও গেরুয়া তিলক। রামজন্মভূমিতে দাঁড়িয়ে কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের যন্ত্রণার কথা অনুপম খেরের মুখে। পূর্বপুরুষদের স্মরণ করেই রামনাম করলেন প্রবীণ অভিনেতা। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে ছিন্নমূল কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের কষ্টের কাহিনি তুলে ধরেছিলেন অনুপম। এবার অযোধ্যা নগরীতে গিয়েও তাঁদের হয়ে আওয়াজ তুললেন তিনি।
‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে অনুপম খেরের মন্তব্য, “আজকের দিনটা ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বহু প্রতীক্ষা, বহু টালামাটালের পর সুপ্রীম কোর্টের হস্তান্তরে রাম ফিরছেন অযোধ্যায়। হিন্দু পণ্ডিত অমরনাথজির প্রপুত্র এবং পুস্করনাথের পুত্র হিসেবে আজ অযোধ্যায় আমি অনুপম খের, সমস্ত কাশ্মীরি পণ্ডিতদের হয়ে প্রতিনিধিত্ব করছি। আপনাদের সকলের জন্য রামলালার কাছে প্রার্থনা করব।”
View this post on Instagram
দিন দুয়েক আগেই কথা দিয়েছিলেন, “২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনে আমার দাদু অমরনাথজির প্রতিনিধিত্ব করব। রামমন্দিরের স্বপ্ন দেখেছিল আমার দাদু। কাশ্মীরের সমস্ত হিন্দু ভাইবোনরা সেদিন আমার আত্মার সঙ্গে জুড়ে থাকবে।” সোমবার রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন সেই প্রতিশ্রুতি পূরণ করলেন অনুপম খের।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.