Advertisement
Advertisement
Ram Lalla Idol

‘ঠিক যেমন স্বপ্নে দেখেছিলাম’, রামলালার মুখ দেখেই উচ্ছ্বসিত ‘যোগী’ কঙ্গনা

কারিগর অরুণ যোগীরাজকে ধন্যবাদ জানালেন বলিউড অভিনেত্রী।

Ram Lalla Idol's face revealed, happy Kangana Ranaut posts | Sangbad Pratidin

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 19, 2024 5:28 pm
  • Updated:January 19, 2024 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শৈশবে ঠিক যেমন রামলালাকে স্বপ্নে দেখেছিলেন! রামমন্দিরের গর্ভগৃহে বসানো সেই মূর্তির (Lord Ram Idol) সঙ্গে নিজের কল্পনার ‘মর্যাদা পুরুষোত্তমে’র মিল পেলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। শুক্রবার রামমন্দির থেকে কষ্টিপাথরের মূর্তির ছবি প্রকাশ্যে আসতেই, তা সোশাল মিডিয়ায় শেয়ার করে অজানা গল্প ফাঁস করলেন বলিউডের ‘মনিকর্ণিকা’।

শালগ্রাম পাথরের তৈরি সেই মূর্তিতে রামলালার বছর পাঁচেকের চেহারাকে তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী। কষ্টিপাথরের সেই মূর্তি লম্বায় ৫১ ইঞ্চি। আর ওজন ১.৫ টন। হাতে ধরা সোনার তীর-ধনুক। শিশু রামের নাকি ঠিক এহেন রূপই স্বপ্নে দেখেছিলেন কঙ্গনা। এবার মূর্তির ছবি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা রানাউত লিখলেন, “আমি সবসময়ে রামলালার ঠিক এই অবতারই কল্পনা করে এসেছি। এই মূর্তি দিয়েই আজ তা বাস্তবায়িত হল। অরুণ যোগীরাজ আপনি ধন্য।”

Advertisement

মূর্তি তৈরির দৌড়ে গণেশ ভট্ট, সত‌্যনারায়ণ পাণ্ডেকে হারিয়ে ভোটে জিতেছেন অরুণ যোগীরাজ। এমবিএ ডিগ্রিধারী এই শিল্পী পূর্বসূরীর পেশাকেই বেছে নিয়েছেন। অরুণ মাইশুরুর বাসিন্দা। দীর্ঘ ছ’মাসের চেষ্টায় তিনি তৈরি করে ফেলেছেন রামলালার মূর্তি। ইতিমধ্য়েই সেই মূর্তি১৯ জানুয়ারি, শুক্রবার, রামমন্দিরের গর্ভগৃহে বসল তাঁরই তৈরি করা রামলালার মূর্তি। আর মর্যাদা পুরুষোত্তমের প্রথম ঝলক দেখেই বাঁধভাঙা উচ্ছ্বাস কঙ্গনার। রামলালার মূর্তির ছবি শেয়ার করে সোশাল মিডিয়ায় নিজের অনুভূতির কথা শেয়ার করলেন অভিনেত্রী।

[আরও পড়ুন: রামের অযোধ্যায় হোটেল পাচ্ছেন না খোদ লক্ষ্মণ, ‘ক্ষুব্ধ’ সুনীল! মন্দির উদ্বোধনের আগেই ফিরতে হচ্ছে?]

২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন উপস্থিত থাকবেন কঙ্গনা রানাউত। আমন্ত্রণপত্র পেয়েই তা নিশ্চিত করেছিলেন অভিনেত্রী। কঙ্গনা যে নিমন্ত্রণপত্রের ভিডিও শেয়ার করেছিলেন, সেখানে দেখা গিয়েছিল, একটি কাঠের বাক্স আর সেই বাক্স খুললেই রামমন্দিরের অবয়ব। বাক্সের গায়ে রামের প্রতীক, হাতে ধরা তির-ধনুক। নিমন্ত্রণপত্রের প্রথমপাতায় রয়েছে রাম-সীতার ছবি। পাশে লক্ষণ এবং পদতলে হনুমান। সেই ছবির পরের পাতায় বাঁ দিকের অংশে রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার আমন্ত্রণ।

[আরও পড়ুন: রামমন্দিরে ৫০ কোটি অনুদান প্রভাসের? ‘আদিপুরুষ’ বিতর্কের ড্যামেজ কন্ট্রোল!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement