Advertisement
Advertisement

Breaking News

Rukmini Maitra

‘নটী বিনোদিনী’, ‘সত্যবতীর’ পর এবার ‘দ্রৌপদী’, দেবের হাত ধরে ফের নতুন চমক রুক্মিণী মৈত্রর

ছবিটি প্রযোজনা করছেন দেব।

Ram Kamal to direct Rukmini Maitra in magnum opus Draupadi| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 28, 2023 9:12 am
  • Updated:July 28, 2023 9:12 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক চমক দিচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এমনিতে গোটা টলিপাড়া তাঁকে দেবের বান্ধবী হিসেবে চিনলেও, একের পর এক ছবিতে রুক্মিণী মৈত্র প্রমাণ করেছেন, তিনি লম্বা রেসের ঘোড়া। আর তারই যেন উদাহরণ দিচ্ছেন, বার বার নতুন নতুন চ্য়ালেঞ্জ হাতে নিয়ে। এই যেমন, পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে প্রথমে নটী বিনোদিনীর মতো ঐতিহাসিক চরিত্র, অন্যদিকে পরিচালক বিরশা দাশগুপ্তর ‘ব্য়োমকেশ ও দুর্গরহস্য’ ছবিতে ‘সত্যবতী’। আর এবার আরও বড় চমক অনুরাগীদের উপহার দিতে চলেছেন রুক্মিণী।

‘নটী বিনোদিনী’র পর ফের রুক্মিণীকে নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। এবার তাঁর ছবি মহাভারতের অন্যতম শক্তিশালী নারী চরিত্র দ্রৌপদীকে নিয়ে। রাম কমলের এই দ্রৌপদী এবার হয়ে উঠবেন রুক্মিণী।

Advertisement

রুক্মিণী জানিয়েছেন, ”নটী বিনোদিনীর পর ফের রাম কমলের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে। চরিত্রকে ঠিক করে পর্দায় ফুটিয়ে তোলার জন্য রাম কমল যেভাবে দৃশ্যগুলোকে বুঝিয়ে দেন, তা সত্য়িই একটা অভিজ্ঞতা। শুধু তাই নয়, রাম কমল শুধুই আমার পরিচালক নন, আমার বন্ধুও। তাই বন্ধুর সঙ্গে কাজ করাটা সব সময় খুবই মজাদার। রাম কমল অনেকদিন ধরেই চাইছিলেন দ্রৌপদীকে নিয়ে ছবি করবেন। তবে সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। মহাভারতের দ্রৌপদী চরিত্রটি অসামান্য। প্রচুর শেডস রয়েছে। বিনোদিনীর পর আমার কাছে এটা আরেকটা চ্যালেঞ্জিং চরিত্র।”

[আরও পড়ুন: ২২ লক্ষ টাকার গাড়ি উপহার পেলেন কৌশানী! আনন্দে আত্মহারা অভিনেত্রী]

নটী বিনোদিনীর পর রাম কমলের এই ছবিও প্রযোজনা করছেন দেব। সঙ্গে প্রমোদ ফিল্মসের প্রতীক চক্রবর্তী। দেবের কথায়, ”রাম কমলের গল্প বলার মধ্য়ে একটা সুন্দর নন্দনতত্ত্ব লুকিয়ে রয়েছে। যা আমার বেশ পছন্দ। রাম কমল গল্পকে একটা অন্যমাত্রা এনে দেয়। আমি সেটা নটী বিনোদিনীর সময় থেকেই লক্ষ্য করেছি। আমার মনে হয় দ্রৌপদী ছবির ক্ষেত্রেও সেটা থাকবে। আর নটী বিনোদিনী চরিত্রে রুক্মিণীকে দেখার পর, আমার মনে হয় দ্রৌপদী চরিত্রটির জন্য রুক্মিণী সঠিক বাছাই।”

লেখক প্রতিভা রায়ের পুরস্কার প্রাপ্ত উপন্যাস যাজ্ঞসেনী থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হতে চলেছে রাম কমলের ‘দ্রৌপদী’। পরিচালকের কথায়, ‘এই ছবির শুটিং শুরু হওয়ার আগে অন্তত চার মাস আরও রিসার্চ করতে হবে। তারপর ওয়ার্কশপ। তারপরেই ফ্লোরে যাওয়ার জন্য একেবারে তৈরি হবে দ্রৌপদী।’

[আরও পড়ুন: ‘বিগ বস’-এ দেবাংশু! ‘বং গাই’ কিরণের গরম পোস্টে তৃণমূল নেতার ফোড়ন, ‘শুভেন্দু হয়ে যাব…’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement