Advertisement
Advertisement
Raza Murad

‘রাম আমার নাম!’ হঠাৎ কেন এমন বললেন রাজা মুরাদ?

নিজের সঙ্গে রামের মেলবন্ধনের কথা বললেন অভিনেতা রাজা মুরাদ।

‘RAM is in my name, always had his blessings’, says veteran actor Raza Murad ahead of Ayodhya Ram Mandir Jan 22 ceremony| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 6, 2024 12:35 pm
  • Updated:January 6, 2024 12:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে গোটা দেশজুড়েই উৎসাহ তুঙ্গে। ঠিক এমন আবহেই নিজের সঙ্গে রামের মেলবন্ধনের কথা বললেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাজা মুরাদ। সম্প্রতি রামমন্দিরের উদ্বোধন নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজা মুরাদ জানান, ‘রাম আমার নাম!’

সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজা মুরাদ বলেন, ”রামের আশীর্বাদ সব সময় আমার সঙ্গে রয়েছে। আমার নামের মধ্যে রয়েছে রাম। রাজা আলি মুরাদ (Raza Ali Murad, RAM)। ছোট করলে যা হয় রাম। শুধু তাই নয়, আমার কেরিয়ারের সবচেয়ে সফল সিনেমা রাম তেরি গঙ্গা ময়েলি। তাহলে বুঝতেই পারছেন, রামের কৃপা সব সময়ই রয়েছে আমার সঙ্গে।”

Advertisement

[আরও পড়ুন১৬ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ইডির, গভীর রাতে গ্রেপ্তার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য]

প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনকে ঘিরে সাজসাজ রব। দূর-দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমাতে শুরু করছেন অযোধ্যায়। যদিও উদ্বোধনের দিন সে শহরে পর্যটকদের দূরে থাকার আরজিই জানাচ্ছে শ্রীরামচন্দ্র তীর্থক্ষেত্র ট্রাস্ট। তবে উদ্বোধনের আগেই কোটি টাকার পাদুকা নিয়ে অযোধ্যা পৌঁছে যাবেন হায়দরাবাদের বাসিন্দা চার্লা শ্রীনিবাস শাস্ত্রী। নিজামের শহর থেকে পায়ে হেঁটে ১৩০০ কিলোমিটার হেঁটে পাড়ি দিয়েছেন তিনি। মাথায় ১ কোটি ২০ লক্ষ টাকার সোনার পাদুকা! ২২ তারিখের আগেই অযোধ্যা পৌঁছে এই স্বর্ণ পাদুকা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে তুলে দেবেন বর্তমান যুগের ‘ভরত’ শ্রীনিবাস।

[আরও পড়ুন: স্বাস্থ্যসাথীর থেকেও ৬২% কম, নামমাত্র খরচে সিটি স্ক্যানের ব্যবস্থা করল কলকাতা পুরসভা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement