সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশেই এখন লোকসভা ভোটের হাওয়া। সব দলই তাদের প্রার্থী তালিকায় চমক দিচ্ছেন। আর এবার ভোটের হাওয়া গায়ে মেখে নতুন খবর জানালেন, বলিউড পরিচালক রামগোপাল ভার্মা। সম্প্রতি রামগোপাল নিজের এক্স হ্যান্ডেলেই জানিয়েছেন তিনি ভোটে দাঁড়াচ্ছেন। তবে কোন দলের হয়ে নির্বাচনে লড়বেন, তা অবশ্য খোলসা করেননি পরিচালক।
SUDDEN DECISION..Am HAPPY to inform that I am CONTESTING from PITHAPURAM 💪💐
— Ram Gopal Varma (@RGVzoomin) March 14, 2024
এক্স হ্যান্ডেলে রামগোপাল লিখেছেন, ‘আকস্মিক সিদ্ধান্ত, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি পিঠাপুরম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি’৷
বরাবরই বিতর্কিত মন্তব্য করতে পছন্দ করেন পরিচালক রাম গোপাল ভর্মা৷ বলিপাড়া জানে, তিনি এমনই৷ যে কোনও কথা সোজাসাপটা বলতে তাঁর দ্বিধা নেই৷ এমনকী তাঁর আত্মজীবনীও (গানস অ্যান্ড থাইজ) এই স্পষ্টবাক চরিত্রকেই সামনে এনেছে৷ জীবনের কোনও কথা যে রাখঢাক করা তাঁর না-পসন্দ, তা জেনেছে সকলেই৷ কয়েকদিন আগে এক নায়িকার পায়ে চুমু খাওয়ার জন্য বিতর্কে জড়িয়ে ছিলেন রামগোপাল। তবে এসবকে পাত্তা না দিয়ে রামগোপাল এখন রাজনীতিতেই মজেছেন। এবার সেই চরিত্র নিয়েই রাজনীতির মাঠ কাঁপাতে তৈরি হচ্ছেন রামগোপাল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.