Advertisement
Advertisement

Breaking News

Padma Vibhushan 2024

রামমন্দিরে যাওয়ার পরপরই পদ্মবিভূষণ পেলেন চিরঞ্জীবী, মোদিকে ধন্যবাদ ছেলে রামচরণের

পিতার প্রতি পুত্রের এমন শুভেচ্ছাবার্তা দেখে আবেগাপ্লুত অনুরাগীরাও।

Actor Ram Charan thanked PM Modi for father Chiranjeevi's Padma Vibhushan | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:January 26, 2024 4:22 pm
  • Updated:January 26, 2024 9:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার রামলালার প্রাণপ্রতিষ্ঠায় উপস্থিত ছিলেন চিরঞ্জীবী। রামভক্তির আসরে দক্ষিণী তারকাদের সমাবেশ মন কেড়েছিল ভক্তদের। আর শুক্রবারই বারত সরকারের পদ্মসম্মানে ভূষিত হলেন চিরঞ্জীবী (Chiranjeevi)। কিছুতেই যেন উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না ছেলে রামচরণ (Ram Charan)। মোদির (PM Narendra Modi) প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন।

২২ জানুয়ারি সমস্ত ঠান্ডা লড়াই ভুলে অযোধ্যায় রামনামে একাকার হয়েছিল বলিউড এবং দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি। রামমন্দির প্রাঙ্গনে যেমন নজর কেড়েছিলেন বলিপাড়ার কাপুর-বচ্চনরা, তেমনই রামজোয়ারে ভাসতে দেখা গিয়েছিল দক্ষিণী সুপারস্টারদেরও। উপস্থিত ছিলেন রজনীকান্ত, ধনুষ। বাবা চিরঞ্জীবীকে নিয়ে এদিন সাতসকালেই অযোধ্যায় পৌঁছন রামচরণও। রামলালার প্রাণপ্রতিষ্ঠায় নিজেদের বাঁধভাঙা উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন দক্ষিণাত্যভূমের সুপারস্টার পিতা-পুত্র। আর তার দিন চারেক বাদেই পদ্মবিভূষণে ভূষিত হলেন চিরঞ্জীবী। যার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন ‘আরআরআর’ তারকা রামচরণ।

Advertisement

[আরও পড়ুন: পদ্মশ্রীতে ভূষিত রেজওয়ানা চৌধুরী বন্যা, পদ্মাপারের রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে অনন্য সম্মান]

এক্স হ্যান্ডেলে এই সুখবর শেয়ার করে রামচরণ লেখেন, “পদ্মবিভূষণের মতো অনন্য সম্মানের জন্য অসংখ্য শুভেচ্ছা। সমাজ এবং ভারতীয় সিনেমার প্রতি তোমার যে অনবদ্য অবদান, সেটা আমাকে তৈরি হতে সাহায্যে করেছে। এবং আমার বিশ্বাস, তোমার ভক্তদেরও অসীম অনুপ্রেরণা জুগিয়েছে। আপনি এই মহান দেশের একজন অসাধারণ নাগরিক। এই সম্মান এবং স্বীকৃতির জন্য ভারত সরকার এবং নরেন্দ্র মোদিজির কাছে আমরা কৃতজ্ঞ। আর সমস্ত ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের সমর্থনের জন্য ভালোবাসা রইল। এই তো এখানেই আপনার প্রাপ্য সম্মান মেগাস্টার চিরঞ্জীবী।” পিতার প্রতি পুত্রের এমন শুভেচ্ছাবার্তা দেখে আবেগাপ্লুত অনুরাগীরাও।

[আরও পড়ুন: ‘তৃণমূলের সঙ্গে বেইমানি আর কুৎসা করার পারিশ্রমিক’, মিঠুনের পদ্মভূষণ নিয়ে তোপ কুণালের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement