Advertisement
Advertisement

Breaking News

Ram Charan

দক্ষিণী সুপারস্টার রামচরণের মুকুটে নয়া পালক, পেলেন ডক্টরেট

কোন বিশ্ববিদ্যালয় থেকে এই সম্মান পেলেন তারকা?

Ram Charan awarded honorary doctorate
Published by: Suparna Majumder
  • Posted:April 13, 2024 7:47 pm
  • Updated:April 13, 2024 7:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেলুগু সিনেমার কিংবদন্তি চিরঞ্জীবীর ছেলে হলেও নিজের প্রতিভার জোরেই খ্যাতি পেয়েছেন রামচরণ (Ram Charan)। ‘RRR’ ছবির সৌজন্যে এখন গোটা দুনিয়া তাঁকে একনামে চেনে। এমন তারকার সাফল্যের মুকুটে জুড়ল নতুন পালক। সাম্মানিক ডক্টরেট পেলেন রামচরণ।

Ram-Charan

Advertisement

 

চেন্নাইয়ের ভেলস বিশ্ববিদ্যালয় থেকে রামচরণকে এই সাম্মানিক ডক্টরেট দেওয়া হয়। শুধু অভিনেতা নন, দক্ষিণী তারকা একজন সফল প্রযোজকও বটে। সিনেমায় তাঁর অবদানের কথা মাথায় রেখেই এই সম্মান দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। শনিবার এই অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের মুখ্য অতিথিও রামচরণই ছিলেন।

[আরও পড়ুন: বিগ বস থেকে সেক্স স্ক্যান্ডেল, ‘LSD 2’র ট্রেলারে বেপরোয়া জীবনের গল্প]

হায়দরাবাদের কলেজ থেকে পড়াশোনা শেষ করেন রামচরণ। তার পর কিশোর নমিত কাপুরের অভিনয়ের স্কুলে ভর্তি হয়ে যান। পুরী জগন্নাথের পরিচালনায় ‘চিরুথা’ সিনেমার মাধ্যমে রামচরণের অভিনয় সফর শুরু হয়। তাঁর ‘মগধীরা’ সিনেমার কাহিনি অবলম্বনে বাংলায় ‘যোদ্ধা’ সিনেমা তৈরি করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দেব।

Magadheera-1

অবশ্য সেসব বহু আগের কথা। এখন রাজামৌলির ‘RRR’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে রামচরণ। সারা ভারতে বিশ্বে সুখ্যাতি। ১১ বছরের দাম্পত্যের পর আবার সন্তানসুখ পেয়েছেন রামচরণ। গত বছরই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেতার স্ত্রী উপাসনা। মেয়ের নাম রেখেছেন ক্নিল কারা কোণিদেলা। ২০২৪ সালে এস শংকরের পরিচালনায় তৈরি ‘গেম চেঞ্জার’ সিনেমায় অভিনয় করেছেন রামচরণ। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন কিয়ারা আডবাণী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ram Charan (@alwaysramcharan)

[আরও পড়ুন: ভোট প্রচারে সায়নীর হনুমান চালিশা পাঠ, ‘জয় বজরংবলী’, ভিডিও দেখে মন্তব্য নেটিজেনদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement