Advertisement
Advertisement

Breaking News

Rakul Preet Singh

আম্বানিদের অনুষ্ঠান মিটতেই বিপাকে রকুলপ্রীত! মাদক কাণ্ডে গ্রেপ্তার কাছের মানুষ

ধৃতকে খুব শিগগিরিই আদালতে পেশ করা হবে বলে খবর।

Rakul Preet Singh's brother Aman reportedly arrested by Hyderabad Police

ছবি: ফেসবুক

Published by: Suparna Majumder
  • Posted:July 15, 2024 7:40 pm
  • Updated:July 15, 2024 7:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর থেকে যেন শান্তি নেই রকুলপ্রীত সিংয়ের (Rakul Preet Singh) জীবনে। একের পর এক ঘটনা ঘটে চলেছে। কিছুদিন আগেও অভিনেত্রীর শ্বশুর তথা বলিউড প্রযোজক বাসু ভাগনানির কোটি কোটি টাকা ধার-দেনার খবর প্রকাশ্যে এসেছিল। এবার মাদক কাণ্ডে গ্রেপ্তার তাঁর কাছের মানুষ।

Rakul-Preet-Singh-brother
ছবি: সংগৃহীত

এই কাছের মানুষ আর কেউ নন, রকুলপ্রীতের ভাই অমনপ্রীত সিং (Aman Preet Singh)। শোনা গিয়েছে, সোমবারই মাদক যোগের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা অ্যান্টি-নারকোটিক ডিপার্টমেন্ট। ২.৬ কেজি কোকেন হায়দরাবাদে পাচার করা হয়েছে। এমনই খবর ছিল তদন্তকারী অফিসারদের কাছে। সেই তথ্যতালাশ করতে গিয়েই প্রায় ৩০ জন ক্রেতার তালিকা তৈরি করা হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘মুছে ফেলছি স্মৃতি…’, সোহিনী-শোভনের বিয়ের আগে পোস্ট রণজয়ের, স্বস্তিকা কী লিখলেন?]

পুলিশ সূত্রে খবর, এই ক্রেতাদের মধ্যে থেকে পাঁচজনের তালিকা তৈরি করা হয়। এই তালিকাতেই অমনপ্রীতের নাম ছিল। পাঁচজনকেই থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের টেস্টিং কিট দিয়ে তাঁদের মূত্র পরীক্ষা করা হয়। তাতে মাদক পাওয়া যায়। এর পরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় বলে খবর। খুব শিগগিরিই প্রত্যেককে আদালতে পেশ করা হবে। আর জন্য আরও একবার মেডিক্যাল পরীক্ষা করা হবে বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকেই মুম্বইয়ের মাদক চক্রের পর্দা ফাঁস করতে উদ্যোগী হয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেই সময় রকুলপ্রীতের নামও এই বিষয়ে জড়িয়েছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (ED) পক্ষ থেকে অভিনেত্রীকে সমনও পাঠানো হয়েছিল। যদিও পুরো বিষয়টিকে ভুয়ো এবং তাতে তাঁর সম্মানহানি হচ্ছে বলেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এবারে ভাইকে নিয়ে বেশ বিপাকে পড়লেন তিনি। তাও আবার আম্বানিদের অনুষ্ঠানে সেজেগুজে যাওয়ার পরের দিনই।

[আরও পড়ুন: মুখে মিষ্টির মজা! নিয়ন সবুজ বিকিনিতে চরম সুখ মালাইকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement