Advertisement
Advertisement

Breaking News

Rakul Preet Singh-Jackky Bhagnani Wedding

‘এখন দুজনেই ভাগনানি’, বিয়ের প্রথম ছবি দিয়ে স্ত্রী রাকুলের জন্য বিশেষ বার্তা জ্যাকির

ফিল্মি কায়দাতেই বিয়ে সারলেন বলিউডের তারকাজুটি।

Rakul Preet Singh-Jackky Bhagnani Wedding: first photo out | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:February 21, 2024 8:57 pm
  • Updated:February 21, 2024 8:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাখচিত বিয়ের আসরে সাত পাকে বাঁধা পড়লেন রাকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। বুধবার সকাল থেকেই গোয়ার সৈকতে চাঁদের হাট। উপলক্ষ রাকুল-জ্যাকির বিয়ে। শিখ রীতিতে সাত সকালে আনন্দকরজ হওয়ার পর দুপুরে সিন্ধি মতে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের তারকাজুটি (Rakul Preet Singh-Jackky Bhagnani Wedding)। ছাদনাতলার ছবি দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছিলেন অনুরাগীরা। শেষমেশ অপেক্ষার অবসান।

পুরো ফিল্মি কায়দাতেই বিয়ে সারলেন বলিউডের তারকাজুটি। বিয়ের জন্য প্যাস্টেল শেডের পোশাকই বেছে নিয়েছিলেন রাকুল-জ্যাকি। অভিনেত্রীর পরনে গোলাপি লেহেঙ্গা। আর তার সঙ্গে বেইজ রঙের কুর্তা শেরওয়ানি বেছে নিয়েছিলেন জ্যাকি ভাগনানি। বিয়ের প্রথম ছবি দিয়ে রাকুল-জ্যাকি লিখেছেন, “চিরকালের জন্য তুমি শুধু আমার। এখন দুজনেই ভাগনানি।” ছাদনাতলায় তারকাদম্পতির খুনসুঁটির মুহূর্ত দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন বরুণ ধাওয়ান, সামান্থা-সহ বলিপাড়ার একাধিক তারকা।

Advertisement

[আরও পড়ুন: সাত পাকে বাঁধা পড়লেন রাকুলপ্রীত-জ্যাকি, শাহরুখের গানেই জমল বিয়ের আসর]

ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, বলিউডের সহকর্মী এবং পরিবার পরিজনদের সাক্ষী রেখেই একসঙ্গে জীবন কাটানোর অঙ্গীকার বদ্ধ হলেন রাকুলপ্রীত-জ্যাকি। বিয়ের আসর মেতে উঠেছিল শাহরুখ খানের গানে। বুধবার সকালেই রাকুলপ্রীতের চুড়া সেরিমনি হয়েছে। দুপুর সাড়ে ৩টেয় ছাদনাতলায় সাত পাক ঘোরার কথা ছিল। নির্ধারিত সময়েই দক্ষিণ গোয়ার আইটিসি গ্র্যান্ড হোটেলে মালাবদল, সিঁদুরদান হল সকলের উপস্থিতিতে। সন্ধেয় বলিউডের বন্ধুবান্ধব ও অতিথিদের জন্য সেই বিলাসবহুল হোটেলে এলাহি রিসেপশনের আয়োজন রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement