Advertisement
Advertisement

Breaking News

Rakul Preet Jackky

মধুচন্দ্রিমা নয়, বিয়ের পরই তীর্থ করতে ছুটলেন রাকুল-জ্যাকি

কোথায় গেলেন বলিপাড়ার নববিবাহিত তারকাদম্পতি?

Rakul Preet Singh, Jackky Bhagnani visit Golden Temple with family

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:March 1, 2024 6:47 pm
  • Updated:March 1, 2024 6:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর যেখানে বিটাউনের সিংহভাগ সেলেবরা দেশের বাইরে মধুচন্দ্রিমার ট্রেন্ড সেট করেছেন, সেখানে নবদম্পতি রাকুলপ্রীত সিং, জ্যাকি ভাগনানি হাঁটলেন অন্যপথে। গোয়ায় জমজমাট বিয়ের পর, মুম্বইয়ে সদ্য সুখের সংসার পেতেছেন রাকুল-জ্যাকি (Rakul Preet Singh, Jackky Bhagnani)। কিন্তু হানিমুনে না গিয়ে তারকাদম্পতি ছুটলেন তীর্থক্ষেত্রে ।

কোথায় গিয়েছেন? নবপরিণীতা রাকুলপ্রীতের ইনস্টা স্টোরিতেই মিলল সেই সন্ধান। পরিবার নিয়ে অমৃতসরের স্বর্ণমন্দিরে পুজো দিতে গিয়েছেন রাকুল-জ্যাকি। সেই আধ্যাত্মিক সফরের ঝলকই শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা গেল হলুদ সালোয়ারে রাকুলকে এবং জ্যাকির পরনে লাল কুর্তা পাঞ্জাবি।

Advertisement

[আরও পড়ুন: আম্বানিদের বিয়েতে এসে লাগেজ খোয়ালেন রিহানা? প্রশ্নের মুখে জবাবও দিলেন মোক্ষম!]

গত ২১ ফেব্রুয়ারি গোয়ায় সাত পাকে বাঁধা পড়েছেন রাকুলপ্রীত সিং ও জ্যাকি ভাগনানি (Rakul Preet Singh, Jackky Bhagnani)। তারকাজুটির বিয়েতে হাজির ছিল বলিউডের একাংশ। আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। কিন্তু উপস্থিত থাকতে না পারায় দূর থেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এমনকী, নবদম্পতির জন্য অযোধ্যা (Ayodhya) থেকেও বিশেষ উপহার এসেছিল।

নবপরিণীতা রাকুলপ্রীত সিংয়ের শেয়ার করা প্রসাদী বাক্সের ছবিতে দেখা গেল, গেরুয়া রঙের বাক্সে রাখা রুপোর কয়েন, তামার তৈরি রামমন্দিরের ছোট্ট রেপ্লিকা এবং প্রসাদ। ধন্যবাদ জানিয়ে রাকুলপ্রীত লিখেছিলেন, “বিয়ের পরই অযোধ্যা থেকে পাঠানো প্রসাদ পেয়ে আশীর্বাদধন্য হলাম। দুজনের পথচলার শুরুতেই আধ্যাত্মিক অভিজ্ঞতা।” আর এবার স্বার্ণমন্দিরে পুজো দিলেন জুটিতে।

[আরও পড়ুন: ৪ ডিগ্রি ঠান্ডায় গায়ে ১০২ জ্বর নিয়ে উদ্দাম নাচ অক্ষয়ের, কুর্নিশ ‘বড়ে মিঞা’কে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement