Advertisement
Advertisement
Raktabeej Indonesia

ইন্দোনেশিয়ায় ‘রক্তবীজ’-এর ইতিহাস! প্রথম কোনও বাংলা সিনেমার স্ক্রিনিং হবে এই দ্বীপরাষ্ট্রে

কবে হবে স্ক্রিনিং?

Raktabeej will be the first movie to have screening in Indonesia | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 28, 2023 7:43 pm
  • Updated:November 28, 2023 9:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দোনেশিয়ায় ইতিহাস গড়তে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’। কীভাবে? এই প্রথম কোনও বাংলা সিনেমার স্ক্রিনিং হচ্ছে সেখানে। আর তা হল ‘রক্তবীজ’ (Raktabeej)। হ্যাঁ, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর সিনেমার হাত ধরেই টলিউড প্রবেশ করছে ভারত ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী দ্বীপরাষ্ট্রে।

raktabeej

Advertisement

এবার উৎসবের মরসুমে দাপিয়ে ব্যাটিং করছে টলিউড ব্রিগেড। একসঙ্গে চার-চারটি সিনেমা (বাঘা যতীন, দশম অবতার, রক্তবীজ ও জঙ্গলে মিতিন মাসি) মুক্তি পেয়েছে। এর মধ্যেই দর্শকদের ভালোবাসাকে বুকে আঁকড়ে ‘রক্তবীজ’-এর বিজয়রথ ছুটিয়েছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। যে ছবি গত ১৯ অক্টোবর মুক্তি পেয়েছে তা দেখতে আজও সিনেমা হলে ভিড় করছেন মানুষ। দেশের পাশাপাশি বিদেশেও ‘রক্তবীজ’ রমরমিয়ে চলছে।

[আরও পড়ুন: বন্ধু পরমব্রতও বিবাহিত, এবার ব্যাচেলর তকমা ঘোচাতে শপথ রুদ্রনীলের! কবে করছেন বিয়ে?]

গত রবিবারও সিডনির হয়টাস ব্ল্যাকটাউনে ‘রক্তবীজ’-এর শো হাউসফুল ছিল। ভিক্টর-আবির-মিমিদের টানে সিনেমা হলে এসেছেন দর্শকরা। ছবি দেখে মুগ্ধ হয়েছেন সকলে। শুধু তাই নয় ষষ্ঠ সপ্তাহেও কলকাতায় রমরমিয়ে চলছে ‘রক্তবীজ’। ইন্দোনেশিয়ার কুয়ালালামপুরে শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবির স্ক্রিনিং হবে আগামী ১১ ডিসেম্বর।

Raktabeej

উল্লেখ্য, নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত এই ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই কৌতূহল ছিল তুঙ্গে। প্রতিবারের মতো এবারও যে টলিউডের ‘হিট মেশিন’ জুটি বাজিমাত করতে চলেছেন, তা বেশ আন্দাজ করা গিয়েছিল। IMDB-র মতো সাইটের রেটিং চার্টেও তিন নম্বর স্থান দখল করে নেয় এই সিনেমা। ব্যবসার অঙ্কও বেশ ভালো।

[আরও পড়ুন: ‘হিন্দুস্থান, বলিউড শাসন করবে তেলুগুরা, হায়দরাবাদে চলে আসুন!’ রণবীরকে প্রস্তাব মন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement