সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর এলাহাবাদিয়ার বিতর্কিত মন্তব্যকাণ্ডে সম্প্রতি রাখি সাওয়ান্তকে (Rakhi Sawant) মন পাঠিয়েছে মহারাষ্ট্রের সাইবার সেল। আচমকাই কেন পুলিশ তঁকে তলব করল? এবার সেই প্রশ্ন তুলেই সুর চড়িয়েছেন অভিনেত্রী। কোনওরকম রেয়াত না করেই পুলিশের কাছে তাঁর সোজাসাপটা আর্জি, “আগে দেশের ধর্ষণ মামলাগুলির নিষ্পত্তি করুন। ধর্ষকদের শাস্তি দিন।”
দিনকয়েক আগে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ (India’s Got Latent) নামে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর। সেখানে তিনি আচমকাই বলে বসেন, “বাবা-মায়ের যৌনতা দেখবে? নাকি একবার তাদের সঙ্গে যোগ দিয়ে সঙ্গম করা পুরোপুরি বন্ধ করবে?” এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় ওঠে দেশজুড়ে। অসম, মুম্বই পুলিশ এফআইআর দায়ের করে রণবীরের বিরুদ্ধে। সেগুলির প্রত্যেকটি খারিজ করার জন্য শীর্ষ আদালতে আবেদন জানান তিনি। উল্লেখ্য, ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ নামে এই শো’টি কেবলমাত্র ইউটিউবেই দেখা যায়। শুনানিতে গত মঙ্গলবার শীর্ষ আদালতের তীব্র তিরস্কারের মুখে পড়তে হয়েছে রণবীর এলাহাবাদিয়াকে। সেই আবহেই মহারাষ্ট্রের অপরাধ দমন শাখার তরফে রাখি সাওয়ান্তকে সমন পাঠানো হয়। আগামী ২৭ তারিখের মধ্যে হাজিরা দিয়ে মুম্বই পুলিশের কাছে বয়ান রেকর্ড করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এবার সেই প্রসঙ্গেই সুর চড়ালেন অভিনেত্রী।
এক ভিডিও বার্তায় রাখি সাওয়ান্তকে বলতে শোনা গেল, “আমাকে সমন পাঠিয়ে কোনও লাভ নেই বন্ধু! আপনারা আমাকে ভিডিও কল করুন আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আমি একজন শিল্পী। টাকার বিনিময়ে আমার কাছে সাক্ষাৎকার চাওয়া হয়েছিল। আমিও তাই দিয়েছি। আর আমি তো কাউকে গালিগালাজ বা কারও সম্পর্কে কোনও খারাপ মন্তব্য করিনি। আমার কাছে অত টাকাও নেই যে আপনাদের দেব। আমি তো ভিখিরি। আমি নিজে দুবাইতে থাকি। আমার হাতে কোনও কাজ নেই। আমি তো কোনও দোষ করিনি। তাই আমাকে ডেকে পাঠানোর কোনও মানেই হয় না।” এরপরই ‘বিতর্কিত’ অভিনেত্রীর সংযোজন, “দেশে অনেক ধর্ষণের মামলা পড়ে রয়েছে। আগে সেগুলির নিষ্পত্তি করুন। প্রত্যেকদিন কত মহিলারা ধর্ষিত হচ্ছেন। একটু ওঁদের জন্য সহানুভূতি দেখান প্রথমে। ধর্ষিতদের মা-বাবা, পরিবারের কথা ভাবুন। সেসব ধর্ষণ কাণ্ডের দোষিদের খুঁজে বের করে আগে শাস্তি দিন। সকলের কাছে একটাই আর্জি আমার।”
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.