Advertisement
Advertisement

Breaking News

Rakhi Sawant video

এক পারফিউমেই পটবে পুরুষ! রাস্তায় ঘুরে ঘুরে নতুন প্রেমিক খুঁজছেন রাখি, দেখুন ভিডিও

শেষমেশ কি রাখি নতুন প্রেমিক পাবে?

Rakhi Sawant new video with perfume bottle goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 14, 2023 6:20 pm
  • Updated:June 14, 2023 6:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখির কাণ্ড দেখুন! হাতে পারফিউমের বোতল নিয়ে রাস্তায় ছোটাছুটি। যাকেই সামনে পাচ্ছেন তাঁর গায়েই ফুস করে সুগন্ধী ছড়িয়ে দিচ্ছেন। রাখির কথায়, পুরুষ পটাতে এটাই নাকি নতুন কায়দা।

আদিলের সঙ্গে রাখির সম্পর্ক এখন আদায় কাঁচকলা। রাখির করা নিগ্রহের মামলায় এখনও জেলের ঘানি টানছেন আদিল। আর তাই তো সুযোগ পেয়ে নতুন প্রেমিক খুঁজছেন রাখি। সেই কারণেই মুম্বইয়ের রাস্তায় হাতে পারফিউমের বোতল নিয়ে হাজির বলিউডের মির্চি গার্ল। রাখির দাবি, এই পারফিউমেই নাকি পটবে পুরুষ!

Advertisement

[আর পড়ুন: ‘শাহরুখ ঘুষ দিয়েছেন, হাত পেতে কালো টাকা নেন সমীর’, বম্বে হাইকোর্টে নতুন মামলা]

প্রসঙ্গত, গত বছর আদিল খান দুরানির সঙ্গে নিকাহ করেন রাখি। তা নিয়ে বিস্তর অশান্তি হয়। রাখি দাবি করেন, আদিলের জন্য তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু স্বামী তাঁকে স্বীকৃতি দিচ্ছেন না। সে ঝামেলা কয়েকদিন পরই মিটে যায়। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে থাকেন রাখি ও আদিল। কিছুদিন আগেই মাকে হারিয়েছেন রাখি সাওয়ান্ত। সেই সময় তাঁর পাশেই ছিলেন আদিল। কিন্তু এই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই রাখি অভিযোগ করেন, এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। আদিলের বিরুদ্ধে ঘরোয়া হিংসা ও প্রতারণার অভিযোগও এনেছেন তিনি।

[আর পড়ুন: বিয়ে করছেন কঙ্গনা রানাউত! সরাসরি সাংবাদিকদেরই দিলেন নিমন্ত্রণের কার্ড]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement