সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে উরফিতে রক্ষে নেই সঙ্গে রাখি দোসর! হ্য়াঁ, সম্প্রতি এমনটিই ঘটল মুম্বইয়ের এক ফিল্মি পার্টিতে। যেখানে ক্য়ামেরার সামনে বলিপাড়ার দুই কন্ট্রোভার্সি কুইন একে অপরকে ভালবাসায় ভরালেন। এমনকী, সুযোগ পেয়ে উরফির গালে চকাস করে চুমুও খেলেন রাখি! আর সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আপাতত জেলবন্দি রাখির স্বামী আদিল। রাখির সংসার সংগ্রামে রোজই নতুন টুইস্ট। অন্যদিকে, আজব আজব পোশাক পরে রোজই হইচই ফেলে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। তাই এই বিতর্ক জুটি কাণ্ড কিন্তু দারুণ হিট সোশ্যাল মিডিয়ায়।
এই যেমন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে উরফির গালে চুমু খেতে খেতে রাখি বলছেন, আদিলকে মিস করছি, উরফির গালে চুমু।
স্বামী আদিলের সঙ্গে রাখির সম্পর্ক বহু আগেই বিগড়েছে। তাঁদের সংসারের গল্পে নানারকম টুইস্ট। কখনও ঝগড়া, কখনও প্রেম, কখনও বদলা। সব মিলিয়ে রাখির জীবন কিন্তু সিনেমার থেকে কিছু কম নয়। রাখিও সেটা জানেন আর তাই তো এবার নিজের জীবনকে রুপোলি পর্দায় আনতে চলেছেন রাখি। হ্যাঁ, ঠিকই পড়েছেন রাখির জীবন নিয়েই এবার তৈরি হতে চলেছে সিনেমা। আর জানেন রাখির এই বায়োপিক তৈরি করছেন কে? এখানেও রয়েছে চমক।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.