Advertisement
Advertisement

Breaking News

Rakhi Sawant

‘নগ্ন ভিডিও তুলে মোটা টাকায় বিক্রি করেছে আদিল!’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাখির

গত বছর আদিল খান দুরানির সঙ্গে নিকাহ করেন রাখি।

Rakhi Sawant has made new allegations against her husband Adil Durrani | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 10, 2023 4:32 pm
  • Updated:February 10, 2023 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী আদিল খানের নামে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনছেন রাখি সাওয়ান্ত। কখনও মারধর, কখনও বিকৃত যৌনতা, কথনও অর্থচুরি। তবে এবার এসব থেকে বেরিয়ে আদিলের নামে মারাত্মক অভিযোগ আনলেন রাখি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাখি জানিয়েছেন, ‘আমার নগ্ন ভিডিও শুট করেছে আদিল। আর সেই ভিডিও মোটা টাকায় বিক্রি করেছে। আমি সাইবার ক্রাইমে এই নিয়ে অভিযোগ জানিয়েছি। আদিল শাস্তি পাবেই।’ শুধু এই অভিযোগই নয়। রাখির কথায়, আদিলের বিবাহ বর্হিভূত সম্পর্কও রয়েছে। তনু চান্দেল নামে এক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে আদিলের। এই সাক্ষাৎকারে রাখি স্পষ্ট জানিয়েছেন, ‘আদিল আমাকে ধোঁকা দিয়েছে। ওকে আমি ছাড়ব না!’

অন্যদিকে, বৃহস্পতিবার সংবাদমাধ্যমের কাছে রাখি (Rakhi Sawant) জানান, আদিলের মা আমাকে ফোন করেছিল। তিনি আমাকে বলেন, আদিল বাচ্চা, ওকে শাস্তি না দিতে! শাশুড়ির কাছ থেকে ফোন পেয়ে রীতিমতো তেলেবেগুনে জ্বলে ওঠেন রাখি। তাঁর কথায়, ‘উনি শুধু বলছেন আদিল বাচ্চা ছেলে। সাত মাস ধরে আমাকে এইভাবে অত্যাচার করছে। এটা কি বাচ্চার নমুনা?’

Advertisement

[আরও পড়ুন: বরমালা পরিয়েই সিদ্ধার্থের ঠোঁটে ঠোঁট রাখলেন কিয়ারা, মিষ্টি ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা]

প্রসঙ্গত, গত বছর আদিল খান দুরানির সঙ্গে নিকাহ করেন রাখি। তা নিয়ে বিস্তর অশান্তি হয়। রাখি দাবি করেন, আদিলের জন্য তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু স্বামী তাঁকে স্বীকৃতি দিচ্ছেন না। সে ঝামেলা কয়েকদিন পরই মিটে যায়। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে থাকেন রাখি ও আদিল। কিছুদিন আগেই মাকে হারিয়েছেন রাখি সাওয়ান্ত। সেই সময় তাঁর পাশেই ছিলেন আদিল। কিন্তু এই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই রাখি অভিযোগ করেন, এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল।

[আরও পড়ুন: ‘গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করতে চাই!’ লখনউয়ের নামবদল নিয়ে বিজেপিকে তোপ উরফির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement