Advertisement
Advertisement

Breaking News

Rakhi sawant

‘আদালতকে ধোঁকা দিতেই অসুস্থতার নাটক করছে রাখি!’ বিস্ফোরক প্রাক্তন স্বামী আদিল

আর কী বললেন আদিল?

Rakhi sawant ex husband adil khan on her health update
Published by: Akash Misra
  • Posted:May 16, 2024 12:19 pm
  • Updated:May 16, 2024 12:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিচ্ছুটি হয়নি রাখি সাওয়ান্তের, পুরোটাই নাটক! রাখি সাওয়ান্তের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন স্বামী আদিল খান। সংবাদমাধ্যমকে স্পষ্ট জানালেন, ”রাখি খুবই চালাক। যেই দেখেছে জেলে যাওয়ার সময় এসেছে, তখনই অসুস্থ হওয়ার নাটক। কিচ্ছু হয়নি রাখির। গত বছরই বিয়ের আগে রাখির সমস্ত মেডিক্যাল টেস্ট হয়েছে। এমনকী, একটা সার্জারিও করিয়ে ছিলাম রাখিকে। ওসব টিউমার, ক্য়ানসার কিছুই হয়নি। পুরোটাই সাজানো।”

অন্যদিকে, রাখির আরেক প্রাক্তন স্বামী রীতেশ সিং জানিয়েছেন, ”বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাখি। অনেকেই মনে করেছিলেন রাখি হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে চিকিৎসকদের কথায়, রাখির জড়ায়ুতে টিউমার হয়েছে। এমনকী, চিকিৎসকরা ক্যানসারের সম্ভাবনার কথাও বলেছেন। দয়া করে রাখির জন্য প্রার্থনা করুন।”

Advertisement

গত বছর জুলাই মাসে আদিলকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই আদিল ও রাখির সংসারে অশান্তি শুরু হয়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: ডানকুনিতে বামেদের ভোটপ্রচারে শ্রীলেখা, দীর্ঘ অপেক্ষার পর রাতে মিলল দীপ্সিতার দেখা]

এক বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাখি আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। জানান, তাঁর জন্য নয়, নিজের ইরানি প্রেমিকার জন্যই ছ’মাস জেলে ছিলেন আদিল। রাখির অভিযোগ, ভায়গ্রা জাতীয় ওষুধ খায় আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। পুলিশও সেই ওষুধ পেয়েছে। ওষুধ খাওয়ার পর আদিলের অত্যাচার শুরু হতো। পায়ুকাম পর্যন্ত করেছে।

রাখির অভিযোগ, মধুচন্দ্রিমাতেও আদিলের বিকৃত কামের শিকার হয়েছেন তিনি। বাথরুমেও নাকি ছাড় পেতেন না তিনি। রাখি জানান, তাঁর একাধিক নগ্ন ভিডিও আদিলের কাছে রয়েছে। এরপরই আবার সাংবাদিককে মোবাইল দেখিয়ে বলেন, “এই দেখুন ৪৭ লক্ষ টাকা ওর অ্যাকাউন্টে। এত্ত টাকায় নগ্ন ভিডিও বিক্রি করেছে আদিল।” নিজের বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন রাখি।

এর আগে আদিল বলেছিলেন, “রাখির মতো মহিলাদের সঙ্গে কথা বলাও বিপজ্জনক। সংবিধানে নারীসুরক্ষার যে আইন রয়েছে তা ব্যবহার করে যা খুশি তাই করতে পারে।” আদিলের অভিযোগ, আগের স্বামী রীতেশ সিংকে ডিভোর্স না দিয়েই তাঁকে নিকাহ করেছিলেন রাখি। অভিনেত্রী দাবি করেছিলেন, তিনি আদিলের থেকে সাত বছরের বড়। কিন্তু আদিলের দাবি তিনি রাখির থেকে ১৯ বছরের ছোট। ভিডিও কল সেশনে রাখি তাঁর নগ্ন ভিডিও শুট করেছিল বলেও অভিযোগ আনেন আদিল।

[আরও পড়ুন: ‘ভাষা হারিয়ে’ কেশপুরে ভোটপ্রচারে ট্রোলড হিরণ! ক্ষমা চেয়ে কী বললেন বিজেপি প্রার্থী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement