সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ার বিগ ফ্রাইডে আপডেট! শহরে রাখি গুলজার। বৃহস্পতিবারই কলকাতায় পা রেখেছেন প্রবীণ অভিনেত্রী। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন পরিচালকজুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শুক্রবার সাত সকালে ‘আমার বস’-এর শুভ মহরৎ হল। নির্ধারিত কল টাইমে সকাল ১০টায় টিমের সঙ্গে পৌঁছে গিয়েছিলেন রাখি গুলজার (Rakhi Gulzar)।
লোকেশন সেক্টর ফাইভ। শুক্রবার থেকে টানা ১৫ দিন সকাল থেকে রাত পর্যন্ত এখানেই শুটিং চলবে। মোট এক মাস লাগবে পুরো শুট শেষ হতে। শুটিংয়ের পয়লা দিনে ডাক পড়েনি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। এদিন রাখি গুলজারের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হয়েছে। মুম্বই নিবাসী হলেও ঝরঝরে বাংলা পড়তে এবং বলতে পারেন। শুটিংয়ের পয়লা দিনে সকলকে হতবাক করে দিয়ে ‘বস’ বললেনও তাই। প্রবীণ বঙ্গকন্যা যখন কলকাতায়, তখন তাঁর মধ্যাহ্নভোজের পাতে যে মাছ-ভাত থাকবে, সেটাই স্বাভাবিক। পরিচালকদ্বয় নন্দিতা-শিবপ্রসাদ কোনও ত্রুটি রাখলেন না।
৫ জানুয়ারি ‘আমার বস’ ছবির শুটিং শুরুর আগের দিন অনেকটা সময় উইন্ডোজ প্রযোজনা সংস্থার অফিসে কাটিয়েছেন রাখি গুলজার। কলকাতায় তাঁর প্রিয় স্ট্রিটফুড ফুচকা থেকে শাড়ি সবকিছুর খোঁজ নিয়েছেন মনে করে। উল্লেখ্য, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী শ্রুতি দাস। নন্দিতা-শিবুর হাত ধরেই বহুদিন বাদে বাংলা ছবিতে প্রত্যাবর্তন ঘটল রাখি গুলজারের। বহু বছর আগে বাংলায় তাঁকে ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরত’ ছবিতে পাওয়া গিয়েছিল। এছাড়া গৌতম হালদারের ‘নির্বাণ’ ছবিতে থাকলেও বেশি দর্শকের দেখার সুযোগ হয়নি। কারণ, সেই সিনেমা মুক্তি পেয়েছিল ফিল্ম ফেস্টিভ্যালে। সেই অর্থে ‘শুভ মহরত’-এর পর ‘আমার বস’ ছবি দিয়েই বাংলা সিনেমায় প্রত্যাবর্তন ঘটল রাখি গুলজারের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.