Advertisement
Advertisement
Rakhi Gulzar

নন্দিতা-শিবপ্রসাদের হাত ধরে ফের বাংলা ছবিতে রাখি গুলজার, থাকছে নতুন চমক

জানুয়ারি মাসে এই ছবির শুটিং শুরু।

Rakhi Gulzar in Nandita Roy Shiboprosad Mukherjee's News movie| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 1, 2023 9:39 am
  • Updated:December 1, 2023 10:32 am  

অরিঞ্জয় বোস: ‘রক্তবীজ’-এর দুরন্ত সাফল্যের পর নতুন ছবিতে হাত দিতে চলেছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ‌্যায়। রীতিমতো চমকদার কাস্টিং। ছবির অন‌্যতম প্রধান চরিত্রে রাখি গুলজার। ছবির নাম ‘আমার বস’। অন‌্য গুরুত্বপূর্ণ চরিত্রে পাওয়া যাবে শ্রাবন্তী চট্টোপাধ‌্যায়কে। সবকিছু ঠিকঠাক চললে বহুদিন পরে বাংলা ছবিতে প্রত‌্যাবর্তন ঘটবে রাখি গুলজারের। শেষদিকে বাংলায় তাঁকে ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরত’ ছবিতে পাওয়া গিয়েছিল।

[আরও পড়ুন: রিলিজের আগেই ‘টাইগার’কে টেক্কা! ‘পাঠান’, ‘জওয়ান’-এর রেকর্ড ভাঙবে ‘অ্যানিম্যাল’?]

Advertisement

এছাড়া গৌতম হালদারের ‘নির্বাণ’ ছবিতে ছিলেন তিনি। ‘নির্বাণ’ খুব বেশি দর্শকের দেখার সুযোগ হয়নি। কারণ উৎসবে প্রদর্শিত হলেও প্রেক্ষাগৃহে আসেনি ছবিটি। সে অর্থে বলা যায়, ২০০৩-এর ‘শুভ মহরত’-এর পরে ফের বাংলা ছবিতে রাখি গুলজার। যতদূর জানা যাচ্ছে, জানুয়ারি মাসে এই ছবির শুটিং শুরু। অন‌্যদিকে শ্রাবন্তী বিভিন্ন ছবিতে নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখলেও, আগে কখনও ‘উইন্ডোজ’-এর ছবিতে কাজ করেননি। এটা তাঁর জন‌্যও বড় পদক্ষেপ হতে চলেছে। এই প্রথমবার নন্দিতা-শিবপ্রসাদ জুটির সঙ্গে কাজ করবেন তিনি। পুজোয় নিজেদের চেনা ছকের বাইরে পা ফেলেছেন নন্দিতা-শিবপ্রসাদ থ্রিলারধর্মী ছবি বানিয়ে। এ বারে ছবির কাস্টিং-এ বড় চমক দিতে চলেছেন তাঁরা।

[আরও পড়ুন: ‘যানজটে আটকে পাইলট! ফাজলামি হচ্ছে?’, এয়ার ইন্ডিগোর আজব দাবিতে ক্ষুব্ধ কপিল শর্মা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement