Advertisement
Advertisement
Victor Anashua

পর্দার ভাই ‘পুলু’কে রাখির শুভেচ্ছা অনুসূয়ার, ‘দিদি’কে পালটা ভালবাসা ভিক্টরের

সেটে একে-অপরকে 'দিদি' ও 'ভাই' বলেই সম্বোধন করতেন ভিক্টর-অনুসূয়া।

Rakhi 2023: Raktabeej actor Victor Banerjee, Anashua Majumdar Majumdar wishes each other| Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 30, 2023 2:45 pm
  • Updated:August 30, 2023 3:06 pm  

সন্দীপ্তা ভঞ্জ: কেরিয়ারের পয়লা ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন অনুসূয়া মজুমদার। ৩২ বছর বাদে এই ‘ভাই-বোন’ জুটির প্রত্যাবর্তনের কারিগর টলিপাড়ার পরিচালক ‘দিদি-ভাই’ নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ভিক্টর-অনুসূয়ার স্নেহের বন্ধন যে আজ এতগুলো বছর বাদে গিয়েও পর্দার বাইরে অটুট, তা দুই অভিনেতার কথোপকথনেই বেশ বোঝা গেল। তাই তো ‘রক্তবীজ’-এ একে অপরের সঙ্গে কাজ করে মুগ্ধ তাঁরা। সেটে একে-অপরকে ভাইবোন বলেই সম্বোধন করতেন তাঁরা। আজ রাখি পূর্ণিমার দিনে সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর কাছে পর্দার দুই ‘ভাই-বোন’ জুটি উসকে দিলেন তাঁদের শুটিংয়ের নস্ট্যালজিয়া।

পর্দায় জুটির প্রত্যাবর্তনের ক্ষেত্রে উইন্ডোজ-এর জুড়ি মেলা যে ভার, তার একাধিক সাম্প্রতিক উদাহরণের সাক্ষী থেকেছেন দর্শকরা। মৃণাল সেনের ‘মহাপৃথিবী’তে একসঙ্গে কাজ করেছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee) ও অনুসূয়া মজুমদার (Anashua Majumdar)। আজ ৩২ বছর আবারও ‘রক্তবীজ’ ছবিতে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে ভাই-বোনের চরিত্রে দেখা যাবে তাঁদের। শুটিং চলাকালীন সেটে ভিক্টর-অনুসূয়া একে-অপরকে ‘দিদি’ এবং ‘ভাই’ বলেই সম্বোধন করতেন, সেকথা ফাঁস করলেন টলিপাড়ার পরিচালক ‘ভাই-বোন’ জুটি।

Advertisement

সাল ১৯৯১। মৃণাল সেনের পরিচালনায় তৈরি হল ‘মহাপৃথিবী’। সেই ছবিতেই ভাই-বোনের মিষ্টি সম্পর্ক পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ভিক্টর-অনুসূয়া। মৃণালের হাত ধরে সেই সময়ে বেশ জনপ্রিয়তা লাভ করে এই জুটি। এবার ৩২ বছর বাদে আবারও ভাই-বোনের এই জুটিকে দেখা যাবে নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত ‘রক্তবীজ’-এ। তবে এবার ‘পুলু’ ওরফে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের দিদির ভূমিকায় রয়েছেন অনুসূয়া মজুমদার।

রক্তবীজ ছবিতে ভাই-বোনের চরিত্রে অভিনয় করতে পেরে আপ্লুত দুই তারকাই। আজ রাখি পূর্ণিমার (Rakhi Purnima 2023) দিন শুটিংয়ের স্মৃতি রোমন্থন করে উইন্ডোজ-এর পরিচালকদ্বয়কে ধন্যবাদ জানিয়েছেন ভিক্টর-অনুসূয়া। সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর কাছে পর্দার দিদি অনুসূয়া মজুমদারকে শুভেচ্ছা জানিয়ে কিংবদন্তী অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় বললেন, “ওঁর একটা জিনিস আমাকে সবচেয়ে বেশি অবাক করে, সেটা হল ওঁর স্মরণশক্তি। পুরো স্ক্রিপ্ট ঝরঝরে মুখস্ত থাকে ওর। কোনদিন দেখিনি একটা শব্দও ভুল হতে। ভীষণ ভাল লাগল অনুসূয়ার সঙ্গে এতদিন বাদে কাজ করে। সেটে প্রচুর গল্প করতাম আমরা। আজ রাখি পূর্ণিমায় ওকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই।”

[আরও পড়ুন: বাস্তব দলিল এবং শিবু-নন্দিতার ফ্রেম, টলিপাড়ার ‘হিট মেশিন’-এর পাসওয়ার্ড]

অন্যদিকে প্রায় এতগুলো বছর বাদে কাজ করতে পেরে ‘আপ্লুত’ অনুসূয়া বলছেন, “সময়ের সঙ্গে সঙ্গে গল্পের ধারা বদলে যায় ঠিকই, গল্পের প্রেক্ষাপটও বদলায়, কিন্তু কিছু চরিত্রের সম্পর্কের মিষ্টি মেলবন্ধনগুলো চিরস্থায়ী হয়ে রয়ে যায়। আমার আর ভিক্টরদার সম্পর্কটা ঠিক তেমনই। ভিক্টরদার মতো একজন বিশ্বজয়ী অভিনেতার সঙ্গে আবার কাজ করতে পেরে আমি সত্যিই ভীষন খুশী। মনে থাকবে। এমনই জানিয়েছেন অনসূয়া মজুমদার।

পরিচালক নন্দিতা রায়ও এই ভাই-বোন জুটিকে এতবছর পরে ফিরিয়ে আনতে পেরে খুশি। বলছেন, “নিজেদের চরিত্রগুলোকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ওঁরা, যে কোথাও দেখে বোঝা যাচ্ছে না যে, তাঁরা বাস্তবে ভাই-বোন নন। ঠিক যেমনভাবে মৃণাল সেনের ছবিতে মন ভরিয়ে দিয়েছিল তাঁদের জুটি, আমার বিশ্বাস ‘রক্তবীজ’ ছবিতেও দর্শকের মন কাড়বে তাঁদের অভিনয়। ওঁরা চরিত্রের সার্থেই হোক কিংবা স্নেহের বশে সেটে সুন্দু একে-অপরকে দিদি এবং ভাই বলে ডাকতেন।”

[আরও পড়ুন: শিবুর সঙ্গে মান-অভিমান চলে! তবে নন্দিতাদি মাতৃসম: কাঞ্চন মল্লিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement