Advertisement
Advertisement

Breaking News

Rakhee Gulzar

সোম সকালে বড় চমক! শিবপ্রসাদকে স্নেহের চুমু রাখী গুলজারের, আসছে ‘আমার বস’, কবে?

ফের গ্রীষ্মকালীন উপহার নিয়ে হাজির নন্দিতা-শিবপ্রসাদ। কবে রিলিজ?

Rakhee Gulzar starrer Aamar Boss Motion Poster out, to release in June
Published by: Sandipta Bhanja
  • Posted:April 22, 2024 10:08 am
  • Updated:April 22, 2024 10:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জানুয়ারি মাসেই কলকাতায় শুটিং করে গিয়েছিলেন রাখি গুলজার (Rakhee Gulzar)। বাঙালি খানাপিনা, ঝরেঝরে বাংলা সংলাপ, কলকাতার শাড়ি, ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, প্রবীণ বঙ্গকন্যা যেন সেটে ‘ষোড়শী’র মতোই ছুটে শুটিং করেছিলেন। দীর্ঘ একুশ বছর বাদে, বাংলা সিনেমার পর্দায় তাঁর প্রত্যাবর্তন। কবে আসছে ‘আমার বস’? সোম সকালে ছবির মোশন পোস্টার শেয়ার করে সেই আপডেট দিল উইন্ডোজ।

সেই পোস্টারে দেখা গেল, শিবপ্রসাদের কপালে মাতৃস্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন রাখি গুলজার। গরমের ছুটি মানেই সপরিবারে প্রেক্ষাগৃহে নন্দিতা-শিবপ্রসাদের ছবি দেখতে যাওয়া। আম বাঙালি দর্শকের নাড়ি বুঝে তাঁদের হলমুখো করার যে ট্রেন্ড সেট করেছেন টলিপাড়ার হিট মেশিন জুটি। তা এবারেও বহাল। উইন্ডোজ-এর ঘরের প্রযোজিত ‘দাবাড়ু’ প্রেক্ষাগৃহে আসছে মে মাসে। আর নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত ‘আমার বস’-এর শুভমুক্তি ২১ জুন। সোম সকালে ফের গ্রীষ্মকালীন উপহার নিয়ে হাজির পরিচালক জুটি।

Advertisement

২০ দিনের শিডিউলে কলকাতায় ‘আমার বস’-এর শুটিং শেষ করেছিলেন রাখি গুলজার। কলকাতায় তাঁর প্রিয় স্ট্রিটফুড ফুচকা থেকে শাড়ি সবকিছুর খোঁজ নিয়েছিলেন মনে করে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৌরসেনী মিত্র, টেলি অভিনেত্রী শ্রুতি দাসরা। পরিচালনার পাশাপাশি শিবপ্রসাদ নিজেও অভিনয় করেছেন এই ছবিতে। আগামী ২১ জুন পর্দায় দেখা যাবে ‘আমার বস’-এর দাপট।

[আরও পড়ুন: কাঠফাটা গরমে গুজরাটে অটো চালাচ্ছেন পরমব্রত, দেখুন ভিডিও]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Windows Production (@windowsproduction)

প্রসঙ্গত, নন্দিতা-শিবুর হাত ধরেই বহুদিন বাদে বাংলা ছবিতে প্রত্যাবর্তন ঘটল রাখি গুলজারের। বহু বছর আগে বাংলায় তাঁকে ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরত’ ছবিতে পাওয়া গিয়েছিল। এছাড়া গৌতম হালদারের ‘নির্বাণ’ ছবিতে থাকলেও বেশি দর্শকের দেখার সুযোগ হয়নি। কারণ, সেই সিনেমা মুক্তি পেয়েছিল ফিল্ম ফেস্টিভ্যালে। সেই অর্থে ‘শুভ মহরত’-এর পর ‘আমার বস’ ছবি দিয়েই বাংলার প্রেক্ষাগৃহে প্রত্যাবর্তন ঘটল রাখি গুলজারের।

[আরও পড়ুন: মা হেমাকে ভোটে জেতাতে দারুণ ‘স্ট্র্যাটেজি’ মেয়ে এষা দেওলের, মথুরায় কী করলেন দেখুন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement