Advertisement
Advertisement

Breaking News

ক্যানসারে আক্রান্ত রাকেশ রোশন, সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদ দিলেন হৃতিক

পরিচালকের আরোগ্য কামনা করেছেন নেটিজেনরা৷

Rakesh Roshan diagnosed with cancer
Published by: Sayani Sen
  • Posted:January 8, 2019 3:55 pm
  • Updated:January 8, 2019 3:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভাল যাচ্ছে না বি টাউনের৷ আবারও বলিউডে ক্যানসারের হানা৷ সোনালি বেন্দ্রে, ইরফান খানের পর এবার কর্কট রোগের শিকার রাকেশ রোশন। এই দুঃসংবাদ দিয়েছেন তাঁর ছেলে হৃতিক। সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে হৃতিক জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগে তাঁর বাবার প্রাথমিক স্টেজের ক্যানসার ধরা পড়েছে। জিমে বাবা-ছেলের পেশি প্রদর্শনের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হৃতিক। সেখানেই তিনি জানিয়েছেন, রাকেশ স্কুয়ামাস সেল কারসিনোমায় আক্রান্ত। এটি একধরনের গলার ক্যানসার৷ এই ধরনের ক্যানসারে গলার কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়। রাকেশও এই রোগে আক্রান্ত৷ চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারও করাতে হবে  তাঁকে।

সোনালি-ইরফানের পর ক্যানসারে আক্রান্ত নাফিসা আলি

হৃতিক তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘‘আজ সকালে বাবাকে বললাম একটা ছবি তুলব। জানতাম, অস্ত্রোপচারের দিনেও তিনি জিমে যাওয়া বন্ধ করবেন না। আমার পরিচিতদের মধ্যে সর্বশক্তিমান বাবা। কয়েক সপ্তাহ আগে তাঁর গলায় প্রাথমিক স্টেজের ক্যানসার ধরা পড়েছে। তা সত্ত্বেও এই লড়াইয়ের জন্য তিনি আজ পূর্ণ উদ্যমে তৈরি। পরিবারে এমন নেতা পেয়ে আমরা গর্বিত এবং আশীর্বাদধন্য। লাভ ইউ ড্যাড।’’

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Asked my dad for a picture this morning. Knew he wouldnt miss gym on surgery day. He is probably the strongest man I know. Got diagnosed with early stage squamous cell carcinoma of the throat a few weeks ago, but he is in full spirits today as he proceeds to battle it. As a family we are fortunate and blessed to have a leader like him. . Love you Dad.

A post shared by Hrithik Roshan (@hrithikroshan) on

সম্প্রতি আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ স্তন ক্যানসারে আক্রান্ত হন৷ সঙ্গে সঙ্গে তাঁরও চিকিৎসা শুরু করা হয়। সম্প্রতি তাহিরার কেমোথেরাপি শেষ হয়েছে বলে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেন ‘বাধাই হো’ অভিনেতা। পাশাপাশি তাঁর স্ত্রী যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনাও করেন তিনি। তাহিরার পাশাপাশি বলিউড অভিনেত্রী নাফিসা আলিও ভুগছেন কর্কট রোগে৷ আপাতত তাঁরও চিকিৎসা চলছে৷ অন্যদিকে, দীর্ঘদিন লন্ডনে থেকে ক্যানসারের চিকিৎসা করেন ইরফান খান। দীপাবলির সময় লন্ডন ছেড়ে ভারতে ফেরেন তিনি। শোনা যাচ্ছে, দিনকয়েক এদেশে কাটিয়ে নাকি আবারও বিদেশে ফিরে গিয়েছেন অভিনেতা৷ বি টাউনে কানাঘুষো শোনা যাচ্ছে ঋষি কাপুরও নাকি আক্রান্ত ক্যানসারে৷ বছরের শুরুতে তাঁর স্ত্রী নীতুর একটি ইনস্টাগ্রাম পোস্টে সেই জল্পনা আরও জোরাল হয়৷ যদিও ঋষির পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ক্যানসার হয়নি তাঁর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement