Advertisement
Advertisement

Breaking News

Hrithik Roshan

হৃতিকের ‘কৃষ ৪’-ই হবে শেষ ছবি! পরিচালনা থেকে অবসর নিচ্ছেন রাকেশ রোশন

নতুন বছরের মাঝামাঝি সময় থেকেই শুরু হবে এই ছবির শুটিং।

Rakesh Roshan announces retirement from direction
Published by: Akash Misra
  • Posted:November 18, 2024 6:07 pm
  • Updated:November 18, 2024 6:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় থেকে বহুদিন আগেই অবসর নিয়েছিলেন রাকেশ রোশন। তার পর অবশ্য ছবি পরিচালনায় একের পর এক মাস্টারস্ট্রোক দিয়েছেন। তবে এবার সেই পরিচালনা থেকেও অবসর ঘোষণা করলেন রাকেশ রোশন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানালেন, ‘কৃষ ৪’ -ই হবে তাঁর শেষে ছবি। এর পর প্রযোজকের দায়িত্বে থাকলেও, রাশেক আর পরিচালনা করবেন না।

এই সাক্ষাৎকারে রাকেশ আরও জানান, ”আমি আর পরিচালনায় থাকছি না। বরং প্রযোজনায় থেকে নতুন নতুন ছবি অবশ্যই তৈরি করব। তবে এটা বলতে পারি, কৃষ ৪ ছবি তৈরি করবই। হয়তো একা নয়, আমার সঙ্গে অন্য পরিচালক থাকবে। তবে নিশ্চিত কৃষ ৪ তৈরি হবেই।”

Advertisement

অন্যদিকে, নিন্দুকরা বলেন বাবা রাকেশ রোশনের ছবিতে অভিনয় করলেই, হৃত্বিকের কপালে সুপারহিট জোটে। কথাটা যে একেবারে মিথ্যে তা নয়। কারণ, হৃত্বিকের ট্র্যাক রেকর্ডে নজর রাখলে দেখবেন রাকেশ রোশনের পরিচালিত ছবি অর্থাৎ ‘কহো না প্যার হ্যায়’, ‘কোই মিল গয়া’, ‘কৃষ’ই সবচেয়ে বেশি হিট। তবে নতুন খবর হল, এই নিয়ম এবার পাল্টাতে চলেছে। শোনা যাচ্ছে, বাবার প্রতি ভরসা হারাচ্ছেন হৃত্বিক। তাই ‘কৃষ ফোর’ তৈরি করার দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন হৃত্বিক রোশন। না, হৃত্বিক পরিচালনা করবেন না। বরং নিজেই কোমর বেঁধে নেমে পড়েছেন ‘কৃষ ফোর’ ছবির জন্য পরিচালক খুঁজতে।

শোনা যাচ্ছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দেই নাকি ভরসা পাচ্ছেন রাকেশ ও হৃতিক দুজনে। সব কিছু ঠিকঠাক চললে, নতুন বছরের মাঝামাঝি সময় থেকেই শুরু হবে এই ছবির শুটিং।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement