Advertisement
Advertisement

Breaking News

Grammy Awards 2024

বাঁশির সুরেই বিশ্বজয়, জোড়া গ্র্যামি পেলেন রাকেশ চৌরাসিয়া, গর্বিত ভারত

৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে বড় জয় ভারতের।

Rakesh Chaurasia, The Legendary Flutist Bagged two Grammys | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:February 5, 2024 10:17 am
  • Updated:February 5, 2024 11:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডের (Grammy Award) মঞ্চে ভারতের বড় জয়। প্রথমে শঙ্কর মহাদেবন, জাকির হুসেনের ব্যান্ড ‘শক্তি’র গ্র্যামি জয়। তারপরই রাকেশ চৌরাসিয়ার (Rakesh Chaurasia) জোড়া গ্র্যামি পাওয়ার খবর প্রকাশ্যে এল। জাকির হুসেন জিতলেন মোট ৩টি গ্র্যামি। নিঃসন্দেহে ভারতের জন্য আজ গর্বের দিন।

বাঁশির সুরেই বিশ্বজয়। ভুবন ভোলানো সুরের মূর্ছনা। ভারতীয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম কিংবদন্তি বললেও অত্যুক্তি হয় না তাঁকে। সম্পর্কে হরিপ্রসাদ চৌরাসিয়ার ভাইপো রাকেশ চৌরাসিয়া। বেস্ট কনটেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল এবং বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স এই দুই ক্যাটাগরিতেই সেরার সেরা পুরস্কার পেলেন ভারতীয় বংশীবাদক রাকেশ।

Advertisement

[আরও পড়ুন: গ্র্যামির মঞ্চে বড় জয় ভারতের, পুরস্কৃত শঙ্কর মহাদেবন, জাকির হুসেনের ‘শক্তি’]

সম্প্রতি, গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে একাধিক মনোনয়ন পাওয়ার পর থেকেই রাকেশ চৌরাসিয়া সংবাদের শিরোনামে। তাঁর কোলাবরেটিভ অ্যালবাম ‘অ্যাজ উই স্পিক’ গ্র্যামি অ্যাওয়ার্ডে মোট তিনটি স্বতন্ত্র বিভাগে মনোনীত হয়েছিল- বেস্ট কনটেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল, বেস্ট গ্লোবাল মিউজিক এবং বেস্ট ইনস্ট্রুমেন্টাল কম্পোজিশন। এই অ্যালবামটিতে পদ্মবিভূষণ জাকির হুসেন এবং একাধিক গ্র্যামি পুরস্কার বিজেতা বেলা ফ্লেক, এডগার মেয়ারের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন রাকেশ চৌরাসিয়া। ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে টানটান প্রতিযোগিতায় বাকিদের হারিয়ে জোড়া গ্র্যামি পেলেন ভারতীয় বংশীবাদক রাকেশ। যে অ্যালবামের জন্য তিনি গ্র্যামি পেলেন, সেটা লাইভ রেকর্ড করা হয়েছিল। এটা যে নিঃসন্দেহে একটা কঠিন কাজ, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: ঘন ঘন অযোধ্যা যাচ্ছেন অমিতাভ, রামজন্মভূমিতে জমিও কিনেছেন, ব্যাপারটা কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement