Advertisement
Advertisement

Breaking News

নগ্ন দৃশ্যে অভিনয় নিয়ে কী বলেছিলেন বাবা-মা? মুখ খুললেন রাজকুমার

এখনও পর্যন্ত মোট তিনটি ছবিতে নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন রাজকুমার রাও।

Rajkummar reveals his parents' reaction about his first topless scene
Published by: Bishakha Pal
  • Posted:October 30, 2019 5:52 pm
  • Updated:October 30, 2019 7:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগ্ন দৃশ্যে অভিনয় করা নিয়ে অনেক অভিনেতারই আপত্তি থাকে। অভিনেত্রীদের মধ্যে আপত্তি তো আরও বেশি। স্বল্প পোশাকে শুট করতে আপত্তি নেই। কিন্তু শরীরে যদি একটিও সুতো না থাকে, ক্যামেরার সামনে আসতে নারাজ বেশিরভাগ অভিনেত্রীই। সলমন খানের মতো অভিনেতারা তো ক্যামেরার সামনে লিপলকই করতে চান না। কিন্তু রাজকুমার রাওয়ের সেই সব ছুঁৎমার্গ নেই। প্রথম ছবিতেই নগ্ন দৃশ্যে অভিনয় করতে হয়েছিল তাঁকে। কিন্তু অভিনেতার বাবা-মা? তাঁরা কি মেনে নিয়েছিলেন ছেলের ক্যামেরার সামনে নগ্ন হওয়ার ঘটনা? সম্প্রতি সে নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা।

২০১০ সালে ‘লাভ সেক্স অউর ধোঁকা’ ছবির জন্য পরিচালক দিবকর বন্দ্যোপাধ্যায় অভিনেতা রাজকুমার রাওকে বেছে নিয়েছিলেন। রাজকুমারও জীবনের প্রথম ছবি হাতে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু তারপর দিবাকর যা বলেন, শুনে অবাক হয়ে গিয়েছিলেন অভিনেতা। পরিচালক বলেন, একটি দৃশ্যে রাজকুমারকে নগ্ন দৃশ্যে অভিনয় করতে হবে। এই শুনে ইতস্তত করেছিলেন রাজকুমার। কিন্তু নগ্নতার জন্য পিছিয়ে আসেননি তিনি। মনকে বুঝিয়েছিলেন, “এটা আমার কাজ।” পরিচালককে সম্মতি দিয়ে দিয়েছিলেন তিনি।

Advertisement

[ আরও পড়ুন: দক্ষিণী অভিনেতা বিজয়কে খুনের হুমকি, বাড়ানো হল নিরাপত্তা ]

কিন্তু বাবা-মায়ের সামনে কী করে কথাটি উপস্থাপিত করবেন, তা বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু তবু সেদিন বাবা মায়ের সামনে অকুতোভয় ছিলেন রাজকুমার। মনে সাহস নিয়ে বলেছিলেন, “আমি একটা ছবির অফার পেয়েছি।” কথাটা শুনে স্বভাবতই খুশি হয়েছিলেন রাজকুমারের বাবা-মা। কিন্তু তারপরই বোমা ফাটান অভিনেতা। বলেন, “ওখানে একটা দৃশ্যে আমাকে নগ্ন হতে হবে।” কথাটা শুনে হতভম্ব হয়ে যান তাঁরা। কিন্তু তখনই অভিনেতা ড্যামেজ কন্ট্রোল শুরু করে দেন। বলেন, “শুধু পিছনের দিকটা। সামনের নগ্নতা নেই।” নেহা ধুপিয়ার শো ‘ফিল্টার নেহা’তে একথা বলেন রাজকুমার।

‘লাভ সেক্স অউর ধোকা’ ছাড়া আরও দু’টি ছবিতে নগ্ন হয়েছিলেন রাজকুমার। ছবি দু’টি হল ‘শাহিদ’ ও ‘ওমের্তা’। অভিনয় নিয়ে ছোটবেলা থেকে প্যাশনেট ছিলেন তিনি। তাই নগ্নতা নিয়ে কখনও মাথা ঘামাননি। ছোটবেলায় খুব মারামারি করতেন তিনি। কিন্তু তিনি গুন্ডা ছিলেন না। ছিলেন ‘ফিল্মি হিরো’। বন্ধুরা যখন মারামারি করত তখন রাজকুমারের ডাক পড়ত। তিনি শুধু সুযোগ খুঁজতেন। তাঁর এন্ট্রি হত ‘ফিল্মি হিরো’র  কায়দায়। নিজের ছোটবেলার এই ঘটনাগুলোই তাঁকে অভিনয়ের দিকে আরও বেশি করে টেনে আনে বলে জানান অভিনেতা।

[ আরও পড়ুন: ‘ছবির আইডিয়া চুরি করেছেন’, বিস্ফোরক অভিযোগের জবাব দিলেন সানি ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement