Advertisement
Advertisement
Mr & Mrs Mahi

মাত্র ৯৯ টাকায় রাজকুমার-জাহ্নবীর ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র টিকিট! কীভাবে?

৩১ মে সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি।

Rajkummar Rao, Janhvi Kapoor's Mr & Mrs Mahi's tickets worth just Rs. 99 on May 31 as National Cinema Day
Published by: Suparna Majumder
  • Posted:May 29, 2024 11:03 am
  • Updated:May 29, 2024 4:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা হলে মুক্তির দিনই ছক্কা হাঁকাতে চলেছে জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এমনই মনে করছেন সিনে অনুরাগীরা। কারণ শুক্রবার অর্থাৎ ৩১ মে ছবির টিকিট পাওয়া যাবে মাত্র ৯৯ টাকায়। হ্যাঁ, এত কম দামেই মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন। কিন্তু কীভাবে?

Rajkummar-Rao-Janhvi-Kapoor

Advertisement

সিনেমা লাভার্স ডে বা ন্যাশনাল সিনেমা ডে-র সৌজন্যে। এমনিতে, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলে কলকাতায় ২০০ থেকে ৩০০ টাকা টিকিটের দাম পড়েই যায়। সকালের শোয়ে একটু দাম কম থাকে। সেখানেও প্রায় ১০০ থেকে ১৫০ টাকা দিতে হয়। কিন্তু ন্যাশনাল সিনেমা ডে অর্থাৎ জাতীয় চলচ্চিত্র দিবসে টিকিটের দাম কমিয়ে দেওয়া হয়। ২০২২ সাল থেকে এই প্রথার শুরু। সেই বছর বিশেষ এই দিনে ৭৫ টাকায় সমস্ত টিকিট বিক্রি হয়েছিল। গত বছরের ন্যাশন্যাল সিনেমা ডে-তেও একই দামে টিকিট বিক্রি হয়। চলতি বছরের ৩১ মে জাতীয় চলচ্চিত্র দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[আরও পড়ুন: ‘খাকি ২’তে প্রসেনজিৎ-জিৎ-পরমব্রতর সঙ্গী টলিপাড়ার এই নায়িকা! জল্পনা তুঙ্গে]

উল্লেখ্য, ন্যাশনাল সিনেমা ডে গত ১৯ এপ্রিল পালিত হওয়ার কথা ছিল। আর সেই সময় মুক্তি পাওয়ার কথা ছিল বিদ্যা বালান ও প্রতীক গান্ধীর ‘দো অউর দো প্যায়ার’। কিন্তু লোকসভা ভোটের জন্য তা বাতিল করা হয়। পয়লা জুন শেষ দফার নির্বাচন। সেকথা মাথায় রেখেই ৩১ মে দিনটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। আর তাতেই লাভ রাজকুমার-জাহ্নবীর ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র। গত ১২ মে প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। ছবিতে রাজকুমার ও জাহ্নবীর চরিত্রের ডাকনাম মাহি। মাহি আবার মহেন্দ্র সিং ধোনির ডাকনাম। তাঁর কোনও যোগ এই সিনেমায় আছে কিনা জানা নেই, তবে ক্রিকেটের যোগ অবশ্যই আছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

ক্রিকেটার হতে ব্যর্থ রাজকুমারের চরিত্র মহেন্দ্র ওরফে মাহি। অন্য মাহি অর্থাৎ মহিমা (জাহ্নবীর চরিত্র) আবার পেশায় ডাক্তার। তবে ক্রিকেট তার প্রাণ। স্ত্রীর ক্রিকেট অনুরাগ এবং প্রতিভার কথা জানতে পেরে মহেন্দ্র তাকে ক্রিকেটার করার সিদ্ধান্ত নেয়। পারে কী? তা আগামী ৩১ মেই জানা যাবে। ক্রিকেটের বাইশ গজে রাজকুমার-জাহ্নবীর এই অনস্ক্রিন প্রেমের নেপথ্যে রয়েছেন প্রযোজক করণ জোহর (Karan Johar)। তাঁর প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন শরণ শর্মা। যিনি এর আগে জাহ্নবী অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ সিনেমা তৈরি করেছিলেন।

[আরও পড়ুন: শরীর নিয়ে কটাক্ষের জবাব! বাথরোবে ছবি পোস্ট করলেন ঐশ্বর্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement