সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্ট শহর, স্বপ্ন বড়। বড়সড় স্বপ্ন দেখেন শহরের মেয়ে ‘বিট্টি’। মোটেই মধ্যবিত্ত পরিবারের আটপৌরে নিয়মের বেড়াজালে থেকে নিজের জীবনকে গন্ডিতে বেঁধে রাখা তাঁর নাপসন্দ। তাই বিয়ে ঠিক হতেই বাড়ি থেকে পালানোর ছক। তবে সেই প্ল্যান আবার বানচাল করে দিল একটা বই। যে বইয়ের নায়িকা নাকি একেবারে ‘বিট্টি’র আদলে। ব্যস, লেখককে খুঁজতে পৃথিবী তোলপাড় ফেলে দেয় মেয়ে। দেখা হয় চিরাগ আর বিক্রম দুই ‘হিরো’র সঙ্গে। একজন দুর্দান্ত স্মার্ট, অপরজন ছাপোষা। এই তিনজনের সাক্ষাতের পর বদলে যায় সমস্ত চেনা ছবি। তৈরি হয় নতুন রসায়ন। এই গল্প তো জানেন। ২০১৭ সালের বলিউড ছবি ‘বরেলি কি বরফি’র। এ পর্যন্ত চমক কিছু নেই। চমক হল এরপর। ৮ বছর পর বড়পর্দায় ফের আসছে রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, কৃতী স্যানন জুটির ম্যাজিক। সিনেমাটি রি-রিলিজ হচ্ছে এবছর। প্রেম দিবসে আবার মুক্তি পাচ্ছে ‘বরেলি কি বরফি’। খবর শোনামাত্রই অনেকে সিনেমা দেখার প্ল্যান করতে শুরু করেছেন।
২০১৭ সালে জংলি পিকচারস নিবেদিত রোমান্টিক কমেডি ‘বরেলি কি বরফি’তে বিট্টি, প্রীতম, চিরাগের ত্রিকোণ প্রেম বেশ ভালোই ব্যবসা করেছিল। শুধু ব্যবসাই বা বলা কেন? সিনেপ্রেমীদের মনও ফুরফুরে করে দিয়েছিল এই প্রেমকাহিনী। আর তাকে তুরুপের তাস হিসেবেই ফের আনা হচ্ছে বড়পর্দায়। প্রযোজকদের আশা, দ্বিতীয়বারও কৃতী-রাজকুমা-আয়ুষ্মান জুটি এবং সেইসঙ্গে নরোত্তম মিশ্র-রূপী পঙ্কজ ত্রিপাঠির জমাটি অভিনয় দর্শকরা আপন করে নেবেন। প্রেম দিবসের আগে-পরে ‘বরেলি কি বরফি’র পুনর্মুক্তিতে আয়ও ভালোই হবে বলে মনে করছেন তাঁরা।
সম্প্রতি কোনও জনপ্রিয় সিনেমা রি-রিলিজ বলিউডের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছ। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘বীর-জারা’, ‘জব উই মেট’ থেকে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চক দে ইন্ডিয়া’র মতো ব্লকবাস্টার সিনেমা ফেরশ আনা হচ্ছে সিনেমাহলে। ওটিটি-র সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং দর্শকদের মন বুঝতে প্রযোজনা সংস্থাগুলির এহেন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তাতে ব্যবসাও নেহাৎ মন্দ হচ্ছে না। সেই তালিকায় এবার জুড়তে চলেছে ‘বরেলি কি বরফি’র মতো সুপারহিট বলিউড রম-কম। অপেক্ষা এখন প্রেম দিবসের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.