সোমনাথ রায়, নয়া দিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগেই শোনা গিয়েছিল রাজকুমার রাওকে নিয়ে নাকি বড়সড় ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। সেই জল্পনাই এবার সত্যি হল। দেশ বদলানোর কর্মযজ্ঞে এবার আর শুধু দর্শক না থেকে কোমর বেঁধে ময়দানে নামার আহ্বান জানালেন বলিউড অভিনেতা। বলছেন, “দেশের ফর্ম ফিল আপ করেছো? শুধু দর্শক হয়ে থাকবেন না, অংশও নিন।”
ভোট করাতে বলিউডের সেই ‘নিউটন’কেই হাতিয়ার করল নির্বাচন কমিশন। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমায় রাজকুমার রাওকে দেখা গিয়েছিল ছাপোষা এক সরকারি কর্মচারীর ভূমিকায়, যাঁর উপর জঙ্গলমহলে ভোট করানোর দায়িত্ব পড়ে। মাওবাদী অধ্যুষিত এলাকায় মাত্র ৭৬জন আদিবাসীর ভোটগ্রহণ করতে যেভাবে হিমশিম খেতে হয়েছিল ‘নিউটন’ রাজকুমারকে। সেই ছবির চরিত্রই এবার নির্বাচন কমিশনের হাত ধরে বাস্তবায়িত হল।
বলিউডের পর্দায় ঠিক যেভাবে গণতন্ত্রের হয়ে সুর চড়িয়েছিলেন রাজকুমার রাও, এবার দেশের স্বার্থে, দশের স্বার্থেও প্রত্যেক নাগরিককে ভোটাধিকার প্রয়োগের জন্য আহ্বান জানালেন অভিনেতা। নির্বাচন কমিশনের জাতীয় আইকন হিসেবে সম্প্রতি রাজকুমার রাওয়ের এক বিজ্ঞাপনী ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানেই অভিনেতাকে দেখা গেল সকলকে ভোটে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে।
Desh ka form bhara kya?
Don’t just be a spectator, be a participant!
Fill #DeshKaForm and get register to #vote!#MainBhiVoter#deshkaform #NothingLikeVoting#IVoteforSure#SSR2024 pic.twitter.com/28n9vJhZ8g— Election Commission of India (@ECISVEEP) November 29, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.