Advertisement
Advertisement
Rajinikanth

‘ভোট আসছে, নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছি’, লোকসভার মুখে বিস্ফোরক রজনীকান্ত

ঠিক কী বললেন দক্ষিণী সুপারস্টার?

Rajinikanth says, ‘It is election time and I am scared to even breathe’
Published by: Sandipta Bhanja
  • Posted:March 20, 2024 6:26 pm
  • Updated:March 20, 2024 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর একুশের বিধানসভা ভোটে রজনী আন্নাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছেপ্রকাশ করেছিলেন অনুরাগীরাও। কিন্তু আশাভঙ্গ করেন ‘থালাইভা’। নির্বাচনী লড়াই লড়া তো দূরঅস্ত, সব ঠিক থাকলেও রাজনৈতিক দল ঘোষণা করার প্ল্যানও বাতিল করে দেন রজনীকান্ত (Rajinikanth)। আর এবার লোকসভা ভোটের মুখে বিস্ফোরক দক্ষিণী সুপারস্টার।

“রাজনীতিতে যোগ দেওয়ার অনুরোধ করে আমাকে আঘাত করবেন না”, বছর তিনেক আগেই ফলাও করে জানিয়ে দিয়েছিলেন রজনীকান্ত। একুশ সালে তামিলনাড়ুর বিধানসভা ভোটে নিজের রাজনৈতিক দল নিয়ে লড়ার কথা ছিল দক্ষিণী সুপারস্টারের। তবে পরে মতবদল করেন রজনীকান্ত। শুধু তাই নয়, এও বলেছিলেন যে, “আমার রাজনীতি না করার সিদ্ধান্তের বিরোধিতা করে কোনওরকম প্রতিবাদী আন্দোলন করে সমস্যায় ইন্ধন জোগাবেন না!” একুশেই রাজনৈতিক ময়দানে নামার যাবতীয় জল্পনা নস্যাৎ করে গুঞ্জনে পেঁরেক পুতে দিয়েছিলেন থালাইভা। রাজনীতির প্রতি অতি উৎসাহ দেখিয়েও কেন নেতা হওয়ার পথে হাঁটলেন না রজনীকান্ত? সেই আজও দাক্ষিণাত্যভূমের রাজনৈতিক শিবিরে বহাল। এবার আসন্ন লোকসভা ভোটের আগেও রাজনীতির প্রতি ‘অ্যালার্জিক’ শোনাল থালাইভাকে।

Advertisement

[আরও পড়ুন: ‘সিঙ্গল ফাদার’ অভিষেক বচ্চনই মেয়ের দেখভালে ব্যস্ত! দাম্পত্য কলহ কি চরমে? দেখুন ছবি]

ঠিক কী বলেছেন রজনীকান্ত? সম্প্রতি চেন্নাইয়ে এক জনপ্রিয় হাসপাতাল সংস্থার শাখা উদ্বোধনে মুখ্য অতিথি হিসেবে গিয়েছিলেন তিনি। সেখানেই লোকসভা নিয়ে মুখ খোলেন তিনি। এপ্রিল মাস থেকেই সাত দফার লোকসভা ভোট শুরু হচ্ছে ভারতে। সেই প্রেক্ষিতেই ওই অনুষ্ঠানে রজনীকান্তের মন্তব্য, “আমি আসলে কোনও কথাই বলতে চাই না। তবে আমাকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছে। আমি প্রথমেই জিজ্ঞেস করে নিয়েছিলাম, খুব বেশি মিডিয়া থাকছে কি না? ওঁরা বলেছিলেন, না সেরকম কেউ আসবেন না। তবে এখন তো এত ক্যামেরা দেখে ভয় পাচ্ছি! উপরন্তু ভোটের সময়। তাই এইসময়ে তো নিঃশ্বাস নিতেও ভয় লাগছে আমার।” রাজনীতির প্রতি কেন এই অনীহা রজনীকান্তের, সেটা নিয়ে বরাবরই রাজনৈতিক দুনিয়ায় নানা মুনির নানা মত। তবে অভিনেতা স্পষ্ট আগে একবার জানিয়েছিলেন যে, “শরীর খারাপ থাকাতেই অতিরিক্ত কোনও চাপ তিনি নিতে নারাজ।”

[আরও পড়ুন: স্বামী-সন্তানকে নিয়ে অযোধ্যায় প্রিয়াঙ্কা চোপড়া, রামলালা দর্শনে ‘দেশি গার্ল’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement