Advertisement
Advertisement
Lok Sabha Election 2024

গণতন্ত্রের উৎসবে শামিল দক্ষিণী তারকারা, সাতসকালে বুথে লাইন দিয়ে ভোট দিলেন রজনীকান্ত-ধনুষরা

প্রথম দফায় ভোট দিলেন আর কোন তারকারা?

Lok Sabha Election 2024: Rajinikanth, Dhanush vote in Chennai in phase 1 of Lok Sabha polls
Published by: Sandipta Bhanja
  • Posted:April 19, 2024 9:51 am
  • Updated:April 19, 2024 2:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণতন্ত্রের উৎসবে ( Lok Sabha Election 2024) শামিল দাক্ষিণাত্যভূমের তারকারা। শুক্রবার সকালেই নির্বাচনী প্রথা সারতে দেখা গেল বিজয় সেথুপতি, রজনীকান্ত (Rajinikanth), ধনুষ (Dhanush), অজিত-সহ ইলাইয়ারাজা, শরৎকুমার, রাধিকা, শিবাকার্তিকেয়দের। প্রথমদফার দিন চেন্নাইতে ভোট দিতে দেখা গেল গৌতম কার্তিক, পরিচালক সুন্দর সি, ভেত্রি মারন এবং শশীকুমারকেও।

১৯ এপ্রিল, শুক্রবার থেকে দেশজুড়ে শুরু হল প্রথম দফার নির্বাচন (Lok Sabha 2024)। ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ১০২টি আসনে। সাত দফার মধ্যে এই প্রথম দফাতেই সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে। সেই তালিকায় চেন্নাইও রয়েছে। সেখানেই ভোট দিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।

Advertisement

টিটিকে রোডের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলে সাতসকালেই ভোট দিতে দেখা গেল ‘রজনী আন্না’কে। পোলিং বুথে নিজের গোটা টিম নিয়ে হাজির হন তিনি। পরনে সাদা পোশাক। ভোট দিতে ঢুকেই সকলকে হাসিমুখে শুভেচ্ছা জানালেন রজনীকান্ত। শুধু তাই নয়। বুথ থেকে বেরিয়ে জানালেন, “আমরা ভোট দিতে এসেছি এটা আমাদের কাছে গর্বের বিষয়, তাই সকলে নিজের দায়িত্ব পালন করুন। ভোট আমাদের মৌলিক অধিকার।” তাই ভোট দিন। বুথ থেকে রজনীকান্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

[আরও পড়ুন: লোকসভার ময়দানে ‘মোদি বিরোধী’ প্রচারে রণবীর সিং! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে]

অন্যদিকে ওই একই বুথে সকাল ৮টা নাগাদ দেখা গেল রজনী আন্নার জামাই ধনুষকেও। অভিনেতা-গায়ক ভোট দিয়ে বেরিয়েই ভোটচিহ্ন দেখালেন পাপারাজ্জিদের ক্যামেরার সামনে। অন্যদিকে, শুক্রবার সকালে চেন্নাইয়ের থিরুভানমিয়ুর কেন্দ্রে গণতন্ত্রের উৎসবে শামিল হলেন দাক্ষিণাত্যভূমের অন্যতম সুপারস্টার অজিত কুমার। পরনে ধবধবে সাদা পোশাক। বুথ থেকে বেরিয়ে হাসিমুখে ছবিও তুললেন ভক্তদের সঙ্গে। তবে পরিবারের কাউকে তাঁর সঙ্গে দেখা যায়নি।

[আরও পড়ুন: রাজ কুন্দ্রার প্রায় ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED, ঘরছাড়া শিল্পা শেট্টি, চরম দুঃসময়!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement