সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা ও পরিচালক জি মারিমুথু। খবর অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য হয়েছে অভিনেতার। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ শেষ নিশ্বাস ত্য়াগ করেন জি মারিমুথু। বয়স হয়েছিল ৫৮। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল রজনীকান্তের ‘জেলার’ ছবিতে। এদিন তিনি তাঁর শো, এথিরনিচলের ডাবিং করার সময়ই প্রয়াত হন। কাজের মাঝেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। তারপর তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। হাসপাতালেই মৃত্য়ু হয় জি মারিমুথুর।
மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி.
— Rajinikanth (@rajinikanth) September 8, 2023
জি মারিমুথুর দুই সন্তান রয়েছে। তিনি তাঁর স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গেই থাকতেন। অভিনেতার মৃত্য়ুতে শোকপ্রকাশ করেছেন রজনীকান্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.