Advertisement
Advertisement

Breaking News

Rajnikant Tamil Movie

প্রয়াত ‘জেলার’ ছবির অভিনেতা জি মারিমুথু, শোকপ্রকাশ রজনীকান্তের

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য হয়েছে অভিনেতার।

Rajinikanth condoles 'Jailer' co-star G Marimuthu's death: Huge shock| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 8, 2023 4:38 pm
  • Updated:September 8, 2023 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা ও পরিচালক জি মারিমুথু। খবর অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য হয়েছে অভিনেতার। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ শেষ নিশ্বাস ত্য়াগ করেন জি মারিমুথু। বয়স হয়েছিল ৫৮। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল রজনীকান্তের ‘জেলার’ ছবিতে। এদিন তিনি তাঁর শো, এথিরনিচলের ডাবিং করার সময়ই প্রয়াত হন। কাজের মাঝেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। তারপর তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। হাসপাতালেই মৃত্য়ু হয় জি মারিমুথুর।

[আরও পড়ুন: পুজোর রাতেও সিনেমা দেখার সুযোগ পাবেন, অভিনব উদ্যোগ কলকাতার এই হলের]

জি মারিমুথুর দুই সন্তান রয়েছে। তিনি তাঁর স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গেই থাকতেন। অভিনেতার মৃত্য়ুতে শোকপ্রকাশ করেছেন রজনীকান্ত।

[আরও পড়ুন: বাংলার বক্সঅফিসে ‘ব্র্যান্ড’ শাহরুখ, প্রথম দিনেই রাজ্যে দাপিয়ে ব্যাটিং ‘জওয়ান’-এর, আয় কত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement