Advertisement
Advertisement
Kapil Dev

জব্বর খবর! রজনীকান্তের সঙ্গে দক্ষিণী ছবিতে অভিনয়ে কপিল দেব

খুব শীঘ্রই নাকি অভিনয় ছাড়তে চলেছেন রজনীকান্ত!

Rajinikanth And Kapil Dev To Share Screen Space In Lal Salaam| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 20, 2023 9:31 am
  • Updated:May 20, 2023 9:31 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে ডাবল ধামাকা। এবার একসঙ্গে সিনেমার পর্দায় ‘থালাইভা’ রজনীকান্ত ও ৮৩-এর বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ক্যাপ্টেন কপিল দেব! হ্যাঁ, রজনীকান্ত আর কপিল দেবকে এবার একসঙ্গে দেখা যাবে সিনেমার পর্দায়। তাও আবার রজনীকান্তকন্য়া ঐশ্বর্য রজনীকান্তের ‘লাল সেলাম’ ছবিতে। আর সেই খবরই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন খোদ রজনীকান্ত।

কপিল দেবের সঙ্গে ছবি পোস্ট করে রজনীকান্ত লেখেন, ”আমার কাছে খুবই গর্বের বিষয় যে এরকম এক কিংবদন্তির সঙ্গে কাজ করা। যে কিনা বিশ্ব দরবারের আমাদের দেশকে গর্বিত করে।”

Advertisement

[আরও পড়ুন: ‘গ্রেপ্তার’ অমিতাভ ! পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট বিগ বি’র]

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রজনীকান্তকন্য়া ঐশ্বর্য ‘লাল সেলাম’ ছবিতে কেমিও চরিত্রে দেখা যাবে রজনীকান্ত ও কপিল দুজনকেই। শোনা যাচ্ছে, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে জল্পনা, ছবি নির্মাতা লোকেশ কনগরাজের সঙ্গে এই ছবিতে কাজ করেই পেশাদার অভিনেতা হিসাবে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

[আরও পড়ুন: ২৪ ঘণ্টা ধরে ‘হ্যাকড’ দেবের YouTube চ্যানেল, এদিকে ‘ব্যোমকেশ’ ব্যস্ত মধ্যপ্রদেশে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement