Advertisement
Advertisement

Breaking News

Dev-Khadaan

‘রাজার রাজা’ দেব, আগাম ঝলকেই ধামাকা! কবে আসছে ‘খাদান’-এর প্রথম গান?

'মাস হিরো' দেবের কামব্যাক!

Rajar Raja, The First Song of Dev starrer Khadaan will be out on this date
Published by: Suparna Majumder
  • Posted:November 10, 2024 12:18 pm
  • Updated:November 10, 2024 12:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবিছিস, অ্যাকশনটা ভুলে গেছি?’, দেবের এই সংলাপই ‘খাদান’ ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এবার ছবির প্রথম গানের পালা। যার আগাম ঝলকেই ধামাকার আভাস দিলেন সুপারস্টার। টিজার প্রকাশ করে জানিয়ে দিলেন কবে আসছেন তিনি ‘রাজার রাজা’ নিয়ে।

Dev-Khadaan

Advertisement

‘রাজার রাজা’ গানের ছবি আগেই শেয়ার করেছিলেন দেব। রবিবার ছবির দুই প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে শেয়ার করা হল টিজার। তাতেই বাজিমাত করেছেন দেব। আবার তিনি অনুরাগীদের কাছে ‘মাস হিরো’ হয়ে ফিরে এসেছেন। তাও আবার মহাদেবের আরধনা করে। ‘অনেকদিন পর নাচতে দেখলাম’, ‘পুরনো দিন ফিরেছে’, এমন মন্তব্য করা হয়েছে টিজার ভিডিওর কমেন্ট বক্সে। পুরো গান দেখা যাবে আগামী ১২ নভেম্বর।

 

নতুন বছরের শুরুতেই ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব (Actor Dev)। আর প্রথম সেই ঝলকেই অভিনেতা-প্রযোজক বুঝিয়ে দিয়েছিলেন এবারের বড়দিনে তিনি বড়পর্দায় বিস্ফোরণ ঘটাতে চলেছেন। অ্যাকশন প্যাকড এই ছবিতে দেবের সঙ্গী যিশু সেনগুপ্ত। “কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি”, ক্যাপশনে একথা লিখেই যিশুর পোস্টারটি প্রকাশ করা হয়েছিল।

Dev shared Jisshu Sengupta's Khadaan look

“আমি খাদান-এর মতো কর্মাশিয়াল টিজার, ট্রেলার বাংলাতে তো দেখিনি। আমার মনে হয় যদি বাংলা কর্মাশিয়াল ছবিতে চেঞ্জ আনতে হয়, আবার ফেরত আনতে হয়, তাহলে এই চেঞ্জ গুলো রয়েছে ‘খাদান’-এ। আমি তো এটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখব”, ‘খাদান’ ছবির টিজার দেখার পর এমন কথাই বলেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। দেব-যিশু ছাড়াও সুজিত দত্ত পরিচালিত এই ছবিতে রয়েছেন বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement