সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা কাণ্ডের পর থেকেই বলিউডে বা ভারতীয় বিনোদুনিয়ায় পাকিস্তানী শিল্পীদের নিষিদ্ধ করে দিয়েছিল সিনে সংগঠন। তবে সুপ্রীম কোর্টের রায়ে সেই শাপমোচন হলেও এযাবৎকাল আর কোনও পাক শিল্পীকে ভারতীয় সিনেজগতে কাজ করতে দেখা যায়নি। কিন্তু সেই ঘটনার পর এবার প্রথম আতিফ আসলাম বলিউডে কাজ করতে চলেছেন। ‘লাভ স্টোরি অফ নাইনটিস’ ছবির জন্য ইতিমধ্যেই গান রেকর্ড করে ফেলেছেন তিনি। আর সেই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেছে রাজ ঠাকরের (Raj Thackeray) দল নবনির্মাণ সেনা (MNS)।
পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের (Atif Aslam) জন্য কেন লাল গালিচা বিছিয়ে দিলেন বলিউড প্রযোজকরা? প্রশ্ন তোলা হয়েছে রাজ ঠাকরের দলের তরফে। নবনির্মাণ সেনার সিনেমা বিভাগের প্রেসিডেন্ড অমিয়া খোপকারের মন্তব্য, “যে বা যাঁরা পাকিস্তানি শিল্পীদের দিয়ে কাজ করানোর জন্য উৎফুল্লিত হয়ে উঠেছেন, তাঁদের একেবারে নিজের জায়গা দেখিয়ে দেব। ভারতে পাক শিল্পীদের কিছুতেই বরদাস্ত করব না। দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবারও একই কথা বলতে হচ্ছে সকলকে অতীত ঘটনা স্মরণ করানোর জন্য।”
এর আগে ২০২২ সালে নবনির্মাণ সেনার অন্যতম এই কর্মকর্তা অমিয়া খোপকার পাকিস্তানি সিনেমা ‘দ্য লেজেন্ড অফ মৌলা জট’-এর মুক্তি আটকেছিলেন ভারতে। এখানেই অবশ্য থামেননি তিনি। পাকিস্তানি শিল্পীদের পাশে দাঁড়ানোয় দেশের এক নম্বর গায়ক অরিজিৎ সিংকেও কটাক্ষ করেছেন অমিয়া। অমিয়ার মন্তব্য, “এটাই নবনির্মাণ সেনার মতামত। শুধু বলিউড নয়, দেশের অন্য কোনও ভাষার সিনেইন্ডাস্ট্রি পাকিস্তানি কোনও শিল্পীকে দিয়ে কাজ করিয়ে দেখুক! আমার এই চ্যালেঞ্জ নেওয়ার দুঃসাহস যেন কেউ না করেন। এমন হুমকিও দিয়েছেন তিনি।”
সিনেমা হোক বা সংস্কৃতি, পাকস্তানি শিল্পীদের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা জারির আবেদন করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল বছর দুয়েক আগে। তবে সেই মামলা সায় পায়নি শীর্ষ আদালতে। বরং আবেদনকারীকে কড়া ভর্ৎসনা শুনতে হয়েছিল। সংকীর্ণ মানসিকতা দূরীকরণের পরামর্শ দেওয়া হয়েছিল ২০২৩ সালে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.