সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইয়ালিনী চক্রবর্তীর একবছরের জন্মদিন বলে কথা! বাবা-মায়ের তরফে যে মহাআয়োজন হতে চলেছে, তা আগেভাগেই আন্দাজ করা গিয়েছিল। মেয়ের পয়লা জন্মদিনে সেই আয়োজনের কলেবর কেমন? ফিরিস্তি শোনালেন রাজ চক্রবর্তী।
ইসকন থেকে আসছেন সাধুরা। তাঁদের হাতেই হবে কুলদেবতাদের পুষ্প অভিষেক। ফল, মিষ্টি-সহ ২১ রকমের ব্যঞ্জনের সাজানো হবে ভোগের থালা। ইসকনের সাধুরাই যজ্ঞ করবেন। জন্মদিন বলে আমিষ ভোজ নয়, বরং রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) বাড়িতে আজ পাত পড়বে নিরামিষ রকমারি পদের। আর এই যাবতীয় ব্যবস্থাপনার পুরোভাগে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শাশুড়িকে সঙ্গে নিয়ে মেয়ের মঙ্গলকামনায় সবটাই নিজে হাতে সারছেন অভিনেত্রী।
রাজ-শুভশ্রী বরাবরই আধ্যাত্মিক। ঈশ্বরে বিশ্বাসী তারকাদম্পতির বাড়িতে রথযাত্রা, জন্মাষ্টমী, রাসের পুজো থেকে লক্ষ্মীপুজো সবই হয় একেবারে নিয়ম মেনে। মেয়ের প্রথম জন্মদিনেও তাই বাড়িতে পুজোর মহাআয়োজন করলেন রাজ-শুভশ্রী। তাঁদের বাড়ির জগন্নাথদেব, রাধাকৃষ্ণের মূর্তিতে ফুলের পাপড়ি ছড়িয়ে স্নান করানো হবে। ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে আজকের দিনটার জন্য ছেলেমেয়ের নতুন জামা কিনে এনেছেন শুভশ্রী। হাওড়ার ফুলবাজার থেকে নিজে বেছে ফুল কিনে এনেছেন বাড়ি সাজানোর জন্য এবং পুজোর জন্য। শুটিং থেকে ছুটি নিয়েছেন বাবা রাজ চক্রবর্তীও। আর দাদা ইউভান কী করছে? রাজ জানালেন, শনিবার সকাল থেকেই দফায় দফায় বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সে। আদরে ভরিয়ে দিচ্ছে। সন্ধেবেলায় ঘনিষ্ঠবৃত্তের অনেকে উপস্থিত থাকবেন। কেকও কাটা হবে। রাজের একটাই প্রার্থনা, সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়ে ওঠে।
দুই ছেলে-মেয়েকে নিয়ে জমজমাট সংসার রাজ-শুভশ্রীর। একদিকে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই কাজও করছেন চুটিয়ে। অবসরে আবার কখনও সন্তানদের সঙ্গেও খুনসুঁটিতে মেতে ওঠেন। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের ছোট্টকন্যা ইয়ালিনী দেখতে দেখতে পা দিল এক বছরে। তাই চক্রবর্তীর পরিবারে শনিবার সকাল থেকেই উৎসব। সোশাল মিডিয়ায় ছোট্ট ইয়ালিনীর একগুচ্ছ ছবি পোস্ট করে রাজ লিখলেন, ‘শুভ জন্মদিন আমার অমূল্য সম্পদ, আমার মেয়ে।’ বাদ গেলেন না শুভশ্রীও। শত ব্যস্ততার মাঝে তিনিও শেয়ার করলেন ইয়ালিনীর একগুচ্ছ আদুরে ছবি। মেয়ের জন্মদিনে উজার করে দিলেন আদর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.