Advertisement
Advertisement

Breaking News

Raj Subhashree

‘তু মেরা হিরো…’! বছরশেষে রাজকে বগলদাবা করে শুভশ্রীর প্রেম

বোল্ড ফটোশুটে হইচই ফেলে দিলেন টলিউডের 'পাওয়ার কাপল'।

Raj Subhashree's new bold phoroshoot garners social attraction | Sangbad Pratidin

রাজ-শুভশ্রী, ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:December 30, 2023 5:24 pm
  • Updated:December 30, 2023 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ে ইয়ালিনির বয়স সবে এক মাস। তবে মাতৃত্বের এই কদিনেই পুরোদস্তুর ‘ফিট অ্যান্ড ফাইন’ হয়ে উঠেছেন অভিনেত্রী। শুটিং রেডি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বছরের শেষ সপ্তাহান্তে স্বামী রাজ চক্রবর্তীকে বগলদাবা করে যে বোল্ড অবতারে ধরা দিলেন টলিউড নায়িকা, তাতে হইচই নেটপাড়ায়।

টলিউডের ‘পাওয়ার কাপল’ রাজ-শুভশ্রীর (Raj Subhashree) ফটোশুট দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। মা হওয়ার যে মাত্র ১ মাস, শুভশ্রীকে দেখে বোঝায় জো নেই! চোখে রোদচশমা পরনে কালো টপের সঙ্গে ব্লু চেক শর্ট স্কার্ট। পুরোদস্তুর গ্ল্যামারাস অবতারে ধরা দিলেন নতুন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজের স্টাইলিংও ততোধিক কেতাদুরস্থ! রং মিলান্তি লেদার জ্যাকেটে দিব্যি লাগছে পরিচালককে।

Advertisement

[আরও পড়ুন: অযোধ্যায় মোদি, প্রধানমন্ত্রীর হয়ে গলা ফাটালেন কঙ্গনা! বলছেন, ‘প্রাণ গেলেও…’]

তেইশে কিন্তু দারুণ সময় গিয়েছে। পয়লা সিরিজে অভিনয় থেকে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করা, মেয়ে ইয়ালিনির মা হওয়া, সংসার এবং কাজ দুদিকেই দারুণ ব্যালেন্স করছেন শুভশ্রী। আগামী বছরর প্ল্যানও তৈরি। ফেব্রুয়ারি মাসে রাজ চক্রবর্তীর নতুন সিরিজের শুটিং শুরু করবেন অভিনেত্রী। মুক্তি পাবে জি ফাইভে। নতুন বছরে নতুন এই কাজে রাজ-শুভশ্রীর সঙ্গী আবির চট্টোপাধ্যায়। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে তাঁকে। বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস ‘বাবলি’ অবলম্বনেই নতুন সিরিজ তৈরি করছেন রাজ চক্রবর্তী। এর সুবাদেই প্রথমবার জুটি বাঁধছেন আবির-শুভশ্রী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

‘আবার প্রলয়’-এর পর এটি রাজের দ্বিতীয় সিরিজ। সিরিজের নাম এখনও জানা যায়নি। সম্ভবত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার সময়েই পরিচালক তা প্রকাশ্যে আনবেন। হিসেবমতো ওটিটি প্ল্যাটফর্মের জন্য শুভশ্রী গঙ্গোপাধ্যায়েরও দ্বিতীয় কাজ এটি ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পর।

[আরও পড়ুন: রোজ ১ ঘণ্টা করে ক্লাসিক্যাল গানে গলা সাধছেন আমির খান! এবার গায়কের চরিত্রে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement