সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রার (Raj Kundra) পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল। আগামী মঙ্গলবার পর্যন্ত হাজতে থাকতে হবে তাঁকে। বাইকুল্লা জেলে রাখা হয়েছিল শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামীকে। শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে ফের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ঘটনায় আরেক অভিযুক্ত রায়ান থর্পেকেও (রাজের কোম্পানির IT প্রধান ) পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Maharashtra: Businessman Raj Kundra & one Ryan Thorpe have been sent to police custody till 27th July
(File pic) pic.twitter.com/SGLb8xJTwg
— ANI (@ANI) July 23, 2021
পর্ন ফিল্ম তৈরির অভিযোগে ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল মুম্বই পুলিশের সাইবার সেল। সেদিন বিকেলেই তাঁকে গ্রেপ্তার করা হয়। সেই সময় শুক্রবার পর্যন্ত রাজকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের সন্দেহ, পর্ন ফিল্ম থেকে পাওয়া টাকা দিয়ে অনলাইন বেটিং করতেন রাজ কুন্দ্রা। এই কারণে রাজের ইয়েস ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ইউনাইটেড ব্যাংক অফ আফ্রিকার লেনদেন খতিয়ে দেখতে চান তদন্তকারী অফিসাররা।
শোনা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে অভিনেত্রী গেহনা বশিষ্ঠের গ্রেপ্তারির পর গোটা ঘটনার সূত্রপাত হয়েছিল। তাঁর সূত্র ধরেই রাজ কুন্দ্রার কর্মচারী উমেশ কামাতের হদিশ পান তদন্তকারী অফিসাররা। তথ্য ও প্রমাণ হাতে নিয়েই রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছিল মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল। রাজকে এই গোটা কর্মকাণ্ডের মূল যড়যন্ত্রকারী হিসেবে ব্যাখ্যা করেছিল পুলিশ। অন্যদিকে, পুনম পাণ্ডে, শার্লিন চোপড়ার মতো অভিনেত্রী দাবি করেন রাজ কুন্দ্রাই তাঁদের পর্ন ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিলেন। এমন পরিস্থিতিতেই সম্প্রতি রাজ কুন্দ্রার বাড়িতে মুম্বই পুলিশ অভিযান চালালে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ৭০ টি পর্ন ভিডিও। একটি সার্ভারও পুলিশের হাতে এসেছে বলে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.