সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপদের মেঘ যেন কিছুতেই পিছু ছাড়ছে না শিল্পা শেট্টির (Shilpa Shetty)! সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, শুক্রবার সাতসকালে পর্ন কাণ্ড মামলায় রাজ-শিল্পার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। যদিও এই খবরকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন রাজ কুন্দ্রার (Raj Kundra) আইনজীবী! এদিকে রবিবার পর্ন মামলায় ফের তাঁকে তলব করল ইডি।
জানা গিয়েছে, সোমবার সকাল ১১টার মধ্যেই রাজ কুন্দ্রাকে ইডির মুম্বই অফিসে হাজিরা দিতে হবে। সংশ্লিষ্ট মামলায় জড়িত বাকিদেরও এদিন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ২০২১ সালের জুলাই মাসে পর্ন কাণ্ডের জেরেই গ্রেপ্তার হন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। পাক্কা দু মাস হাজতবাসের পর জামিন পান তিনি। তার পর স্বাভাবিকজীবনে ফিরলেও প্রকাশ্যে মুখ দেখাতেন না তিনি। মাস্ক পরেই সর্বত্র বিচরণ ছিল তাঁর। বছর তিনেক আগের সেই ঘটনায় সম্প্রতি মুম্বই এবং উত্তরপ্রদেশের ১৫টি এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তদন্তকারীরা। বাদ যায়নি রাজ কুন্দ্রা-সহ সংশ্লিষ্ট মামলায় জড়িত বাকিদের বাসস্থানও। ‘হটশটস’ নামে এক প্রাপ্তবয়স্কদের অ্যাপ খোলার জন্যই হাজতবাস হয়েছিল রাজের। সেই স্মৃতিকে অতীতের খাতায় ফেলে রেখে যখন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন রাজ-শিল্পা। তখনই ফের দুয়ারে ইডি।
সংশ্লিষ্ট মামলা ফের চর্চার শিরোনামে আসায় সম্প্রতি সোশাল মিডিয়ায় রাজ কুন্দ্রা সাফ জানান, ‘যাঁরা অতিনাটকীয়তা খুঁজছেন, তাঁদের একেবারে সোজাসাপটা কথা বলি। গত চার বছর ধরে যে তদন্তটা চলছে, প্রতিনিয়ত আমি তাতে সহযোগিতা করছি। আর হ্যাঁ, ‘পর্নগ্রাফি’, ‘আর্থিক প্রতারণা’ কিংবা আমার জড়িত থাকা নিয়ে যে সমস্ত অভিযোগ উঠেছে, সেপ্রসঙ্গে বলি, মিথ্যের বেড়াজালে কখনও সত্যিটা চাপা থাকে না। সবশেষে ন্যায়ের জয় হবেই।’ সেই পোস্টেই নিন্দুকদের একহাত নিয়ে তাঁর সংযোজন, ‘আর বারবার আমার স্ত্রীয়ের নাম জড়াবেন না এসব মামলায়। দয়া করে সীমা লঙ্ঘন করবেন না।’
প্রসঙ্গত, আইপিএল বেটিং, নীলছবি মামলায় রাজ কুন্দ্রার নাম উঠেছিল আগেই। এবার ৬ হাজার ৬০০ কোটি টাকার বিটকয়েন পঞ্জি স্ক্যামের আর্থিক তছরুপ মামলাতেও নাম জড়িয়েছে রাজ কুন্দ্রার। যার জেরে স্থাবর-অস্থাবর সব মিলিয়ে রাজ-শিল্পার প্রায় প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এর মধ্যে জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল বাংলোও রয়েছে। যে বাংলো কিনা অভিনেত্রী শিল্পা শেট্টির নামে কেনা। সেই তালিকায় জুহুর পাশাপাশি তারকাদম্পতির পুণের প্রাসাদোপম বাংলোও রয়েছে। রাজ কুন্দ্রার নামে কিছু ইক্যুয়িটি শেয়ারও বাজেয়াপ্ত করেছে ইডি এর আগে।
ইডি সূত্রে খবর, গোটা দুর্নীতি চক্রের মাথা ছিলেন অমিত। নিরীহ মানুষকে টোপ দিয়ে কোটি কোটি টাকা আদায় করেছিলেন তিনি। সেই বিটকয়েনই পরে রাজের কাছে যায়, বর্তমানে যার বাজারদর প্রায় ১৫০ কোটি টাকা। সেই প্রেক্ষিতেই রাজের ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। হাজার কোটির দুর্নিতি, ইডির মামলা, যাবতীয় আইনি জটের মাঝেই গত আগস্ট মাসে তিন কোটি টাকার বিলাসবহুল গাড়ির কিনে ফের চর্চার শিরোনামে এসেছিলেন রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.