সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্পা শেট্টির স্বামী, সফল ব্যবসায়ী, আইপিএল টিমের মালিক থেকে আচমকা ‘পর্ন কিং অফ ইন্ডিয়া’র বদনাম। পর্ন ভিডিও তৈরির অভিযোগে টানা ৬৩ দিন জেলে থাকতে হয়েছিল রাজ কুন্দ্রাকে। জামিন পাওয়ার তিন-তিনটে বছর কেটে গিয়েছে। এতদিনে নিজের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন রাজ কুন্দ্রা (Raj Kundra)।
সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজ জানান, দেশের বিচার ব্যবস্থার উপর তাঁর আস্থা রয়েছে। কিন্তু যে ৬৩ দিন তাঁর জেলে কেটেছে, তাঁর ও তাঁর গোটা পরিবারের যে সম্মানহানি হয়েছে তা তো কেউ ফেরত দিতে পারবে না। কিন্তু কীভাবে পর্নকাণ্ডে তাঁর নাম জড়াল? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ জানান, ছেলের নামে কোম্পানি খুলেছিলেন তিনি। সেই কোম্পানি প্রযুক্তিগত পরিষেবা দেয়।
রাজ জানান, তাঁর এই কোম্পানির পরিষেবা তিনি বোনের স্বামীকে দিয়েছিলেন। সেই সংস্থা ‘A’ রেটেড ভিডিও তৈরি করে। নিজের সপক্ষে রাজের যুক্তি, প্রাপ্ত বয়স্কদের জন্য তৈরি ‘A’ রেটেড ভিডিও ও পর্ন ভিডিওর মধ্যে তফাত রয়েছে। আর বোনের স্বামী যদি কিছু অনৈতিক করতেন তাহলে তিনি তাঁকে প্রযুক্তিগত পরিষেবা দিতেন না।
রাজ বলেন, “হঠাৎ করে পর্ন কিং অফ ইন্ডিয়া করে দেওয়া হয়।” বিতর্ক তাঁকে নিয়ে কেন বারবার শিল্পা শেট্টির নাম জড়ানো হয়? সেই প্রশ্নও তোলেন রাজ। জানান, তিনি ব্যবসায়িক শত্রুতার শিকার। আর চেনা এক শত্রুই তাঁকে ফাঁসিয়েছে। রাজের দাবি, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে তাঁকে ফাঁসানো হয়েছে। ১৩ জনের নাম রয়েছে চার্জশিটে। যার মধ্যে শুধু তিনি ‘মিডিয়া ট্রায়াল’-এর শিকার। রাজ জানান, ১৩টি অ্যাপের মধ্যে তিনি শুধু একটিতে প্রযুক্তিগত পরিষেবা দিতেন, বাকিগুলোর জন্য তো তাঁকে দায়ি করা যায় না। তিনি কস্মিনকালে কোনও পর্ন ফিল্ম-ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন না। নিজের বক্তব্য সিবিআইকেও জানিয়েছেন শিল্পী শেট্টির স্বামী। আপাতত বেকসুর খালাস হওয়ার জন্য আইনি লড়াই লড়ছেন বলেও জানান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.