Advertisement
Advertisement

Breaking News

রাজ শুভশ্রী

সদ্যোজাতের সঙ্গে ছবি পোস্ট রাজ-শুভশ্রীর, ছেলের নাম কী রাখলেন জানেন?

আনন্দের জোয়ারে ভাসছে টলিউড।

Raj Chakraborty Subhashree Ganguly shares their first child photo
Published by: Sandipta Bhanja
  • Posted:September 12, 2020 6:52 pm
  • Updated:September 13, 2020 11:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ-শুভশ্রীর পরিবারে শনিবার দুপুর বেলা নাগাদ এল সুখবর। কোল আলো করে ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। বাবা রাজ চক্রবর্তীও (Raj Chakraborty) বেজায় উচ্ছ্বসিত। খবর প্রকাশ্যে আসার পরই তারকাদম্পতির আরবানার অন্দরমহলে খুশির জোয়ার। আনন্দে ভাসছেন টলি সেলেবরাও। অভিনেতা রুদ্রনীল তো ছবি পোস্ট করে বলেই ফেললেন, “জেঠু হয়েছি।” সেই তখন থেকেই ছোট্ট রাজপুত্তুরের ছবি দেখার জন্য অনুরাগীরা অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হল।

শনিবার বিকেল নাগাদ সদ্যোজাতের সঙ্গে ছবি পোস্ট করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হাসপাতালের বেডে সন্তানের সঙ্গে অভিনেত্রীর সেই ফ্রেমবন্দি মুহূর্ত কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎগতিতে ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে উপচে পড়ে শুভানুধ্যায়ীদের বার্তা। তা রাজ-শুভশ্রী ছেলের নাম কী রাখলেন? কোনওরকম রাখঢাক নেই। ছেলে হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই অনুরাগীদের জানিয়ে দিলেন অভিনেত্রী। সাধ করে রাজপুত্তুরের নাম রাখা হয়েছে- যুভান চক্রবর্তী।

Advertisement

[আরও পড়ুন: ‘ব্রহ্মদৈত্য’ রিভিউ: পশ্চিমী সংস্কৃতির হ্যালোইনের ভিড়ে গা ছমছম করা বাঙালি ভূতের গপ্পো]

Raj-son

শনিবার সকালেই রাজ চক্রবর্তী ‘জয় জগন্নাথ’ বলে একটা পোস্ট করেছিলেন। নেটিজেনরা হয়তো তক্ষুণি আন্দাজ করতে পেরেছিলেন যে সুখবরটা এল বলে! এবার বেলা বাড়তেই এল সেই সুখবর। শনিবার বেলা ১টা বেজে ৩৩ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাজ-শুভশ্রীর প্রথম সন্তানের জন্ম হয়। সূত্রের খবর, সন্তানের ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের সুন্দর মুহূর্তের সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেই। মা এবং সন্তান দুজনেই আপাতত সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

ছেলের সঙ্গে ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন, “যুভান সবাইকে হ্যালো বলছে..।” প্রথম সন্তান আগমনের খবরে তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের তারকারা। 

শুভেচ্ছা জানিয়েছেন রাজের প্রাক্তন বান্ধবী মিমি চক্রবর্তীও। ছবি শেয়ার করে টুইট করেছেন মিমি।

[আরও পড়ুন: রাজনীতির শিকার হচ্ছেন রিয়া চক্রবর্তী! ‘বাংলার মেয়ে’র সমর্থনে কলকাতায় মিছিল কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement