সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্ট একটা পায়ের ছাপ! তার উপর কালো অক্ষরে লেখা নাম। নিজের প্রাণের চেয়ে প্রিয় ছেলে যুবানকে এভাবেই নিজের আরও কাছে টেনে নিলেন পরিচালক রাজ চক্রবর্তী। হ্য়াঁ, হাতের উপর খোদাই করলেন ছোট্ট যুবানের ছোট্ট পায়ের ছবি। সঙ্গে ইংরেজি অক্ষরে তাঁর নাম।
পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের একমাত্র সন্তান যুবান। মা-বাবার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া দারুণ জনপ্রিয় ছোট্ট এই যুবান। তাঁর কাণ্ডকারখানা যখনই ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করেন শুভশ্রী ও রাজ। তখনই অনুরাগীরা আদরকে ভরিয়ে দেন যুবানকে। কখনও সুপারম্যান হয়ে সোফায় চড়ছে, তো কখনও বাবার জুতো পায়ে গলিয়ে যুবানের দৌড়। এরকম মিষ্টি ছেলের বড় হয়ে ওঠাকে প্রত্য়েক মুহূর্তে উদযাপন করছেন রাজ ও শুভশ্রী। কিন্তু ট্যাটুর মধ্য়ে দিয়ে যুবানের এই মিষ্টি মধুর শৈশবকে নিজের হাতে বন্দি করলেন রাজ।
ট্য়াটুর ছবির ইনস্টাগ্রামে পোস্ট করে রাজ লিখলেন, ”কালিতে ছড়িয়ে রয়েছে সরলতা”
View this post on Instagram
২০২০ সালের ১২ সেপ্টেম্বর যুবানের জন্ম হয়।বলিউডে যদি মা-ছেলে জুটি করিনা- তৈমুর জনপ্রিয় হন, তাহলে টলিউডে সে জায়গা হেসে খেলে নিতেই পারেন শুভশ্রী ও যুবান। কারণ, শুভশ্রী-যুবান কিন্তু সোশ্যাল মিডিয়ায় দারুণ হিট!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.