Advertisement
Advertisement
Raj Subhashree

বিয়ের ৩ বছর পূর্ণ, ভালবাসার কথা জানিয়েও সেলিব্রেশনে আপত্তি রাজ-শুভশ্রীর

কেন জানেন?

Raj Chakrabarty and Subhashree Ganguly aren't celebrating their anniversary in Corona situation marriage anniversary | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 11, 2021 6:43 pm
  • Updated:May 11, 2021 7:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ মে। তিন বছর আগে এই দিনেই সাতপাকে বাঁধা পড়েছিলেন টলিউডের দুই তারকা রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। পরিচালক-অভিনেত্রীর বিয়ে উপলক্ষ্যে সেজে উঠেছিল বাওয়ালি রাজবাড়ি। সুখের সেই মুহূর্তের ৩ বছর পূর্ণ হল। তবে এবারে জীবনের এই বিশেষ দিনটিতে বাড়তি কোনও সেলিব্রেশন করলেন না রাজ-শুভশ্রী। কারণ অতিমারীর এই কঠিন সময়ে উৎসব কিংবা উদযাপনের মানসিকতা নেই টলিপাড়ার তারকা যুগলের।

শোনা যায়, ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিং করার সময় রাজ-শুভশ্রীর প্রেম শুরু হয়েছিল। ২০১৮ সালের মার্চে শুভশ্রীর সঙ্গে বাগদান পর্ব সারেন রাজ। গত বছরের সেপ্টেম্বর মাসে করোনা (Corona Virus) পরিস্থিতির মধ্যেই ছেলে যুবানের (Yuvaan) জন্ম হয়। এর মধ্যেই আবার সক্রিয় রাজনীতির জগতে প্রবেশ করেছেন রাজ। তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ে বারাকপুরের বিধায়ক (TMC MLA) হয়েছেন রাজ। কিছুদিন আগে আবার করোনা (COVID-19) আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী। মারণ ভাইরাসকে হার মানিয়েছেন অভিনেত্রী। ফিরেছেন নিজের যুবানের কাছে। এবছরের বিবাহবার্ষিকী একটু বেশি স্পেশ্যাল তারকা দম্পতির কাছে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানিয়েছেন সেকথা। শুভশ্রী তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা জানিয়েছেন রাজও। রাজের সঙ্গে বিয়েকে নিজের জীবনের সেরা সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করেছেন শুভশ্রী।

Advertisement

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

[আরও পড়ুন: টাকার জন্য মিথ্যে প্রশংসা করতে হয়েছে, ‘ইন্ডিয়ান আইডল’ প্রসঙ্গে বিস্ফোরক অমিত কুমার]

তবে অতিমারীর কঠিন সময়ে বাড়তি কোনও সেলিব্রেশন করছেন না রাজ-শুভশ্রী। প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত। এমন পরিস্থিতিতেই বিধায়কের দায়িত্ব পালন করে চলেছেন রাজ। শুভশ্রীও নিজের সাধ্যমতো মানুষের সাহায্য করার চেষ্টা করছেন। চারপাশের পরিস্থিতি দেখেই আর সেলিব্রেশনের মানসিকতা নেই তারকা দম্পতির। তবে হাল ছাড়ার পক্ষপাতী নন রাজ-শুভশ্রী। কঠিন এই সময় অবশ্যই কেটে যাবে। বিশ্বাস করেন দুই তারকা। সেলিব্রেশনটা সেই সময়ের জন্য পেন্ডিং রাখলেন।

[আরও পড়ুন: বিপদের বন্ধু! পরিচালক বিরসার আত্মীয়ার জন্য বেডের বন্দোবস্ত করে দিলেন মিমি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement