সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয়া দশমী মানেই উমার কৈলাসে ফেরার পালা। বিদায় লগ্নে দেবীকে বরণ করে সিঁদুরখেলায় (Sindur Khela) মেতে ওঠেন এয়োতিরা। বাদ যায় না কচিকাঁচারাও। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে (Durga Puja 2021) দশমীর এ ছবি দেখতেই অভ্যস্ত সকলে। কিন্তু সিঁদুর খেলে তীব্র কটাক্ষের শিকার হলেন টলিপাড়ার তিন অভিনেত্রী রাইমা সেন, সোহিনী সরকার এবং তনুশ্রী চক্রবর্তী।
প্রতি বছরের মতো এবারও বাংলা ছবির সেলেবরা সিঁদুরখেলায় শামিল হয়েছিলেন। কেউ বাড়ির পুজোয় তো বারোয়ারি পুজোয় সিঁদুর খেলেছেন। সেই তালিকায় ছিলেন রাইমা (Raima Sen), সোহিনীরাও। আনন্দের মুহূর্তের সেই ছবিও সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁরা। আর তাতেই ট্রোলড হলেন তাঁরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, অবিবাহিত হয়েও কেন সিঁথিতে সিঁদুর পরেছেন তনুশ্রী, রাইমা, সোহিনী? তবে কি তাঁরা বিবাহিত? আবার নেটিজেনদের একাংশের অভিযোগ, সিঁদুর নিয়ে ছিনিমিনি খেলছেন এই অভিনেত্রীরা। ইচ্ছা করলেই সিঁথিতে সিঁদুর পরা যায় না।
বিজয়া দশমীতে লাল শাড়িতে মোহময়ী হয়ে উঠেছিলেন তনুশ্রী। মাকে বরণ করে সিঁদুরখেলায় মেতে ওঠেন তিনি। সঙ্গী ছিলেন রাইমা ও সোহিনীও। ছিলেন অভিনেত্রী মুনমুন সেন, জুন মালিয়া, ছোটপর্দার জনপ্রিয় মুখ রণিতা দাসও। লাল পাড় সাদা শাড়িতে সেজেছিলেন রাইমা। সোহিনীর দশমীর সাজ হলুদ পাড়ের লাল শাড়ি। গাল ভরতি সিঁদুর মেখে তাঁদের। তবে গালের সঙ্গে তাঁদের সিঁথিতেও সিঁদুর দেখা যায়। আর সে সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই দানা বাঁধে বিতর্ক।
এক নেটিজেন লেখেন, সিঁদুর কি এমনি এমনি পরা যায়! কারও বক্তব্য,’এতদিন তো জানতাম যে সোহিনী, রাইমারা অবিবাহিত। তাহলে তাঁরা কি বিবাহিত?’ যদিও এসব সমালোচনা গায়ে মাখতে নারাজ নায়িকারা। পুজোর আনন্দ চেটেপুটেই উপভোগ করলেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.