Advertisement
Advertisement

Breaking News

Raid 2 trailer

নেতা-মন্ত্রীদের দুর্নীতির কালো টাকা উদ্ধার করতে মাঠে অজয় দেবগন, রীতেশের বাড়িতে ‘রেড’ হতেই ঝড়!

ফাঁস ঘুণ ধরা সিস্টেমের 'অন্দর কি বাত'!

Raid 2 trailer: Ajay Devgn wants to take down Riteish Deshmukh in political drama
Published by: Sandipta Bhanja
  • Posted:April 8, 2025 3:06 pm
  • Updated:April 8, 2025 3:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত বছর পর আবারও ময়দানে অময় পটনায়েক। রাজনীতিকদের ত্রাস। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে ফের কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন অজয় দেবগন। এবার তাঁর অভিযান রাজনৈতিকমহলের বড় ‘রাঘব বোয়াল’দের বিরুদ্ধে। এবার সৎ পুলিশ অফিসার অময়ের সঙ্গে সম্মুখ সমরে ডাকসাইটে নেতা ‘দাদাভাই’ ওরফে রীতেশ দেশমুখ। তাঁর বাড়িতে তল্লাশি চালাতেই কেঁচো খুঁড়তে কেউটে! ঘুণ ধরা প্রশাসন, সিস্টেমের ‘অন্দর কি বাত’ ফুটে উঠল ‘রেড ২’-এর ট্রেলারে।

আগের মরশুমে সৌরভ শুক্লা অভিনীত রামেশ্বর সিংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে মন্দিরের মধ্যে লুকনো কালো টাকার ভাণ্ডার আবিষ্কার করেছিলেন অময়। সে যদিও বর্তমানে কারাবন্দি, তবে ৭৫তম তল্লাশি অভিযানে আবারও দাপুটে নেতার বাড়িতে হানা দিয়ে শোরগোল ফেলে দিল অজয় দেবগন। দুর্ধর্ষ ‘রেড ২’-এর ট্রেলার ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়িয়েছে। এবার অপেক্ষা পয়লা মে-র। কারণ সেদিনই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অজয় দেবগন এবং রীতেশ দেশমুখ অভিনীত ‘রেড ২’। সাত বছর বাদেও দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার অময় পটনায়েকের ঝাঁজ যে বিন্দুমাত্র কমেনি, এই ট্রেলারে তেমনই ঝলক মিলল।

Advertisement

প্রসঙ্গত, বলিউড হোক বা দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি রাজনৈতিক থ্রিলারের ভিড় বর্তমানে পর্দায়। নেতা-মন্ত্রীদের দুর্নীতি দেখিয়ে সিস্টেমের মেরুদণ্ডে টোকা দেওয়ার কনসেপ্ট নতুন নয়। এবার অজয়ের ‘রেড ২’-ও আগের ফ্র্যাঞ্চাইজির পথই অনুসরণ করেছে। পরিচালনায় রাজ কুমার গুপ্তা, যিনি এর আগে ‘রেড’ ছবিটিরও পরিচালনা করেছিলেন। প্যানোরমা স্টুডিও প্রযোজিত তথা টি সিরিজ নিবেদিত এই ছবিতে রজত কাপুর, সুপ্রিয়া পাঠকদের মতো তাবড় অভিনেতারাও রয়েছেন। গত বছর নভেম্বর মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘রেড ২’-এর। তবে পোস্ট প্রোডাকশনের কাজ দেরি হওয়ায় রিলিজের পরিকল্পনা মাটি হয়। এবার শেষমেশ ১মে মুক্তির প্রাক্কালে রগরগে ট্রেলার প্রকাশ্যে এল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement