সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও নায়ক, কখনও বা খলনায়ক, ক্যামেরার সামনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন রাহুল বসু। অনুষ্কা শর্মা প্রযোজিত ‘বুলবুল’ সিনেমায় একটি ধর্ষণের দৃশ্যেও অভিনয় করতে হয়েছে তাঁকে। এই দৃশ্যটি রাহুলকে করতে হয় তৃপ্তি দিমরির সঙ্গে। অস্বস্তিকর ছিল সেই দৃশ্য। তাই শুটিং করার সময় তৃপ্তিকে একটি ‘সেফ ওয়ার্ড’ দিয়েছিলেন অভিনেতা। নায়িকার অস্বস্তি হলে বা তিনি ভয় পেলে সেই নিরাপদ শব্দ উচ্চারণ করার পরামর্শ দিয়েছিলেন তিনি।
২০২০ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় অনভিতা দত্ত পরিচালিত ‘বুলবুল’। ছবির অন্যতম প্রযোজক অনুষ্কা শর্মা। রাহুল ছবিতে অভিনয় করেন দ্বৈত চরিত্রে। তার মধ্যে একটি চরিত্র তৃপ্তির অভিনয় করা চরিত্র বুলবুলকে ধর্ষণ করে। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সেই দৃশ্যের নেপথ্যের কাহিনি জানান রাহুল।
রাহুলের কথা অনুযায়ী, দৃশ্যটি সাংঘাতিক ছিল। এর জন্য তৃপ্তি ও তিনি রীতিমতো মহড়া দিয়েছিলেন। নায়িকার সঙ্গে দৃশ্যের খুঁটিনাটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন অভিনেতা। জানিয়েছিলেন, ক্যামেরা অন হয়ে গেলেই তিনি পাশবিক হয়ে উঠবেন। যদি তৃপ্তির কোনওরকমের অস্বস্তি হয় বা তিনি ভয় পান তাহলে তিনি যেন ‘রাহুল’ নামটি বলেন। সেটিই ছিল ‘সেফ ওয়ার্ড’। এই শব্দ শুনলেই রাহুল শুটিং বন্ধ করে দেবেন।
রহস্য-রোমাঞ্চের মোড়কে নারীর অধিকারের কথা বলে ‘বুলবুল’। এই চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন তৃপ্তি। পরবর্তীকালে পরিচালক অনভিতার ‘কলা’ সিনেমায় অভিনয় করেও খ্যাতি পেয়েছিলেন তিনি। তবে অভিনেত্রী ‘ন্যাশনাল ক্রাশ’ হয়ে ওঠেন ‘অ্যানিম্যাল’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করে। রাহুল জানান, তৃপ্তি অত্যন্ত অত্যন্ত প্রতিভাবান, ও সাহসিকতাপূর্ণ একজন মানুষ। এখনও তাঁদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে।
It may have been her cameo in ‘Animal’ that lavished the tag of #nationalcrush on her, but there has always been something about Triptii Dimri. From the lovesick Laila to the playful Bulbbul and the tortured Qala, the talented actor has stepped into the shoes of each of her… pic.twitter.com/hsNd8UVCTR
— VOGUE India (@VOGUEIndia) February 29, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.