Advertisement
Advertisement

Breaking News

Rahul Priyanka

বৃষ্টির ধারায় মিলন, ফের একসঙ্গে রাহুল-প্রিয়াঙ্কা, ছবি শেয়ার করে সুখবর দিলেন অভিনেতা

ভাঙা সম্পর্ক জোড়া লাগাল ছেলে সহজ।

Rahul Banerjee and Priyanka Sarkar patch up in court | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 3, 2023 9:15 am
  • Updated:September 3, 2023 11:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে ভালবেসে। বিবাদ মিটিয়ে আবারও একসঙ্গে রাহুল বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। আদালতের ছবি শেয়ার করে সুখবর দিলেন অভিনেতা নিজেই। বৃষ্টির ধারায় আবারও সহজ হল দু’জনার সম্পর্ক। হাসিমুখেই সেকথা জানিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়।

Rahul-Post

Advertisement

একসময়ে পরিচালক রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে জুটি বেঁধে ঝড় তুলেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। শুধু সিনেমায় নয়, বাস্তবেও প্রেমে পড়েন প্রিয়াঙ্কা ও রাহুল। বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই তারকা। তাঁদের জীবনে আসে একমাত্র সন্তান সহজ। কিন্তু হঠাৎই প্রিয়াঙ্কা, রাহুলের সুখের সংসারে অশান্তি। যা আদালত পর্যন্ত গড়ায়। ২০১৮ সাল থেকে প্রিয়াঙ্কা ও রাহুলের মধ্যে যে আইনি লড়াই চলছিল। কিন্তু সময় অতি বড় মলম। তা সমস্ত আঘাত শুকিয়ে দিতে পারে। একথা চলতি বছরে দোলের দিন থেকেই টের পাওয়া যায়। ছেলে সহজকে সঙ্গে নিয়ে একসঙ্গে দোল উৎসবের শুভেচ্ছা জানান তারকা জুটি। তারপর পরিবারের সঙ্গে একসঙ্গে ছুটি কাটাতেও দেখা যায়।

[আরও পড়ুন: পাহাড়ে ‘প্রধান’-এর শুটিং, বিকট শব্দে পড়ল বাজ, চমকে দেওয়া ভিডিও শেয়ার করলেন দেব]

পুরনো সব ক্ষত মিটিয়ে ফের একছাদের তলায় থাকতে চলেছেন, সংবাদ প্রতিদিনকে আগেই জানিয়েছিলেন রাহুল। বলেছিলেন, ”এক ছাদের তলায় আমি আর প্রিয়াঙ্কা থাকতে চলেছি। এ ব্যাপারে সেতু হিসেবে কাজ করেছে ছোট্ট সহজ।” সেকথাতেই আমল দিলেন তারকা জুটি। যাবতীয় বিবাদ মিটিয়ে মামলা প্রত্যাহার করে নিলেন।

Rahul Arunoday Banerjee and Priyanka Sarkar played holi with son Shohoj | Sangbad Pratidin
শনিবার ফেসবুকে আদালত থেকে ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, “আজ প্রবল বৃষ্টি…তাই বোধহয় ধারায় ধারায় কাটাকুটি হয়ে মিটে গেল সব…নতুন সুযোগ, আবার একসাথে।” এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাহুল জানিয়েছেন, অনেকদিন ধরেই তাঁরা একসঙ্গে আছেন। তবে আপাতত অভিনেতা বেশিরভাগ সময় মায়ের সঙ্গে থাকেন। আর প্রিয়াঙ্কা নিজের বাবা-মা ও সহজের সঙ্গে। উইকএন্ড একসঙ্গে কাটান। খুব শিগগিরিই প্রিয়াঙ্কার আবাসনে ফ্ল্যাট কিনছেন রাহুল।

[আরও পড়ুন: শত্রুরা পাবে না নিস্তার, ‘জঙ্গলে মিতিন মাসি’ দুরন্ত অ্যাকশনে রুখবে চোরা কারবার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement