Advertisement
Advertisement

Breaking News

Rahul Arunoday Banerjee

‘আমার অবস্থাও সুশান্ত সিং রাজপুতের মতো হত…’, রাজকে খোঁচা দিয়ে বিস্ফোরক রাহুল

কেন প্রথম পরিচালক রাজ চক্রবর্তীর উপর খড়্গহস্ত অভিনেতা?

Rahul Arunoday Banerjee Slams Raj Chakraborty | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 5, 2023 8:27 pm
  • Updated:July 5, 2023 8:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে পরিচালকের হাত ধরে ইন্ডাস্ট্রিতে বড় ব্রেক পেয়েছিলেন। রাতারাতি গ্রামবাংলার মানুষদের কাছে সুপারস্টার হয়ে উঠেছিলেন, সেই রাজ চক্রবর্তীর উপরই কিনা খড়্গহস্ত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়! প্রথম পরিচালককে বিঁধে তাঁর যে মন্তব্য, ‘আমার অবস্থাও সুশান্ত সিং রাজপুতের মতো হত…’ ইন্ডাস্ট্রিতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

আচমকাই নয়, রাজের প্রতি রাহুলের এই রাগ বহু বছরের। সম্প্রতি সেই মনোমালিন্যের কথা ফাঁস করেন রাহুল। সমস্যার সূত্রপাত ২০০৮ সালে। ‘চিরদিনই তুমি যে আমার’ রিলিজ পরবর্তীকালে। সেইসময়ে এক সংবাদমাধ্যমের কাছে নাকি রাজ চক্রবর্তী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। বলেন- ‘রাহুলের মতো খারাপ ছেলে হয় না। একজন অসৎ ছেলে। আমি ভবিষ্যতে ওকে কোনও কাজে তো নেবই না। বরং আমি চাইব ওকে যেন কেউ কাজে না নেয়।’ অতীতের সেই মন্তব্যকে কেন্দ্র করেই সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ চক্রবর্তীর উপর ক্ষোভ উগড়ে দেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন: বঙ্গকন্যা সেজে শাড়ি বদলাতে গিয়ে ঘাম ছোটে সোনাক্ষীর! ‘লুটেরা’ রণবীর কী করেছিলেন জানেন?]

অভিনেতা বলেন, “তখন আমার বাবা বেঁচে। লক্ষ লক্ষ মানুষের কাছে সেই সংবাদপত্র যায়। সকলের সামনে উনি আমাকে অসৎ বলেন। এই শহরে একা স্ট্রাগল করে উঠেছি। এমন ঘটনার পর আমি ডিপ্রেশনে চলে যাই। সেইসময়ে আমার পরিবার মা-বাবা, স্ত্রী প্রিয়াঙ্কা যদি না দাঁড়াত, তাহলে শহরে আরেকটা সুশান্ত সিং রাজপুত হতে পারত। রাজের আঘাত রাহুল এখনও ভুতে পারেননি। বিস্ফোরক সকেই সাক্ষাৎকারে অভিনেতা এও বলেন যে, সকলের সামনে যখন আমাকে অপমান করেছিলেন রাজ। আমিও অপেক্ষা করেছিলাম, তাই সর্বসমক্ষেই নিজের মনের কথা বলেছি।” কোন কথা?

সম্প্রতি রাজ চক্রবর্তী পরিচালিত প্রথম ওয়েব সিরিজ আবার প্রলয়-এর ট্রেলার মুক্তি পেতেই কটাক্ষ করে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লেখেন, “যে একদা কপি করিত আজও কপি করে,শুধু তামিল ছেড়ে স্যাক্রেড গেমস র পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে,এটাই যা…trolls r welcome!” আসলে সেই সিরিজে ঋত্বিক চক্রবর্তী চরিত্রের লুক নিয়েই রাহুলের এমন কটাক্ষ। তবে ঋত্বিকের অভিনয়ের যে তিনি একজন গুণমুগ্ধ সেকথাও স্বীকার করতে ভোলেননি অভিনেতা। রাজ চক্রবর্তীর প্রতি ক্ষোভ থেকেই তাঁর ওই ফেসবুক পোস্ট বলে সদর্পে বলেন রাহুল।

[আরও পড়ুন: ২০২৩ যেন শাহরুখের ম্যাজিক ফিগার, কিং খানের নতুন দুই ছবির স্বত্ত্ব বিক্রি হল ৪৮০ কোটিতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement