Advertisement
Advertisement

Breaking News

Raha Kapoor

নাতনি রাহার প্রথম জন্মদিন, আদরে ভরা পোস্ট ঠাকুমা নীতু কাপুর ও দিদা সোনি রাজদানের

এক বছরে পা দিল আলিয়া-রণবীরের মেয়ে।

Raha Kapoor Gets Special Wish from Dadi Neetu, Nani Soni on 1st Birthday |
Published by: Suparna Majumder
  • Posted:November 6, 2023 2:21 pm
  • Updated:November 6, 2023 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে একটা বছর কেটে গেল। গত বছরের ৬ নভেম্বর আলিয়া-রণবীরের জীবনে এসেছিল ছোট্ট রাহা (Raha Kapoor)। আজ, সোমবার সে পা রাখল এক বছরে। নাতনির প্রথম জন্মদিনে আদরে ভরা বার্তা সোশাল মিডিয়ায় শেয়ার করলেন দিদা-ঠাকুমা নীতু কাপুর ও সোনি রাজদান।

Ranbir Alia

Advertisement

গত বছরের এপ্রিল মাসে আলিয়া ভাট (Alia Bhatt) ও রণবীর কাপুরের বিয়ে হয়। বিয়ের আড়াই মাসের মধ্যে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান তারকা দম্পতি। নভেম্বর মাসের ৬ তারিখ মেয়ের জন্মের খবর জানিয়ে আলিয়া লেখেন, “আমাদের জীবনের সেরা খবর। আমাদের মেয়ে ভূমিষ্ঠ হয়েছে…কী মিষ্টি মেয়ে হয়েছে… মা ও বাবা হিসেবে আমাদের খুশির ঠিকানা নেই… ভালোবাসা, ভালোবাসা আর শুধুই ভালোবাসা।” ২৪ নভেম্বর রাহা নামটি প্রকাশ করেন অভিনেত্রী।

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’ নায়িকা রশ্মিকার কুরুচিকর ভিডিও ভাইরাল! কড়া আইনি পদক্ষেপের দাবি অমিতাভের]

নাতনির প্রথম জন্মদিনে ঠাকুমা নীতু কাপুর (Neetu Kapoor) শেয়ার করেন ঋদ্ধিমা কাপুরের বার্তা। যাতে লেখা, “…আর এভাবেই ওর ১ বছর হয়ে গেল। শুভ জন্মদিন আমার প্রিসিয়াস পুতুল। তোমায় খুব খুব ভালোবাসি।”

neetu-post

দিদা সোনি রাজদান লেখেন, “মনে হচ্ছে যেন গতকাল তুমি আমাদের জগতে এসেছো। বিশ্বাসই হচ্ছে না গোটা একটা বছর কেটে গেল। শুভ জন্মদিন আমার সোনা রাহা। জন্মদিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা।” লেখার শেষে ভালোবাসার ইমোজিও ব্যবহার করেছেন বর্ষীয়ান অভিনেত্রী।

Sony-Post

[আরও পড়ুন: ক্রিকেটের নন্দনকাননে ‘চুপিচুপি’ নিখিল-সৌরসেনী, ফাঁস ছবি! চর্চায় নুসরতের প্রাক্তন-বর্তমান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement